karnataka Election Results

কংগ্রেস কর্মীদের উৎসব শুরু, কর্নাটকে গণনার গতি দেখেই দিল্লির দফতরে নাচানাচি

কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে গেল কংগ্রেস। নয়াদিল্লিতে উৎসবে মাতলেন কংগ্রেস কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ০৯:২৭
Share:

কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস। ফাইল চিত্র।

কর্নাটক কি শেষ পর্যন্ত কংগ্রেসই কব্জা করছে? গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। শনিবার সকাল ৮টায় গণনার শুরু থেকেই কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে যত সময় এগোচ্ছে, ততই বিজেপিকে পিছনে ফেলে এগোচ্ছে কংগ্রেস। ভোটের গণনার গতি দেখেই আনন্দে মাতলেন কংগ্রেস কর্মীরা।

Advertisement

শনিবার সকালে নয়াদিল্লিতে দলের সদর দফতরে ঢোল নিয়ে নাচ করতে দেখা গেল কংগ্রেস কর্মীদের। এমন একটি ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইট করা ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একেবারে উৎসবের মেজাজে কংগ্রেস কর্মীরা।

Advertisement

এই প্রতিবেদন লেখার সময় কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৪টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৮৩টি আসনে। জেডিএস এগিয়ে ২৩টি আসনে। ২২৪ আসনে কর্নাটক বিধানসভায় ‘জাদুসংখ্যা’( ম্যাজিক ফিগার) ১১৩। শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কংগ্রেস কর্নাটকে ক্ষমতা দখল করে কি না, তা কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হবে। জেতার ব্যাপারে যদিও সব পক্ষই আত্মবিশ্বাসী। বুথফেরত সমীক্ষায় কংগ্রেসই এগিয়ে ছিল অধিকাংশ ক্ষেত্রে। আবার কিছু কিছু বুথফেরত সমীক্ষায় ফল ত্রিশঙ্কু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত কর্নাটকে ভোটের লড়াইয়ে জয় কার হচ্ছে, তা দিনের শেষেই স্পষ্ট হবে। তবে প্রাথমিক পর্যায়ে নিঃসন্দেহে বলতে হচ্ছে অ্যাডভান্টেজ কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন