আইএএস সন্তোষ বর্মা। তাঁর সাম্প্রতিক এক মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। — ফাইল চিত্র।
জাতপাত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এ বার কারণ দর্শানোর (শো-কজ়) নোটিস ধরানো হল মধ্যপ্রদেশের আইএএস আধিকারিককে। মধ্যপ্রদেশের তফসিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীর সরকারি কর্মীদের সংগঠনের সভায় ব্রাহ্মণকন্যাদের নিয়ে এক মন্তব্য করেন আইএএস সন্তোষ বর্মা। ওই মন্তব্যের জেরেই তাঁকে শো-কজ় নোটিস পাঠিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতেও বলা হয়েছে।
মধ্যপ্রদেশে তফসিলি জাতি এবং জনজাতির সরকারি কর্মীদের সংগঠন ‘এজেএকেএস’-এর এক সভায় সম্প্রতি বক্তৃতা করছিলেন বর্মা। তিনি ওই সংগঠনের সভাপতিও। অভিযোগ গত ২৩ নভেম্বর মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত ওই সভাতেই তিনি ওই মন্তব্যটি করেন। অভিযোগ, বক্তৃতার সময়ে তিনি বলেন, “যত ক্ষণ পর্যন্ত না কোনও ব্রাহ্মণ তাঁর কন্যাকে (বিয়ের জন্য) আমার (তফসিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীর) সন্তানকে দান করছে বা কোনও সম্পর্ক তৈরি করছে, তত ক্ষণ পর্যন্ত আমার পরিবারের একজনের সংরক্ষণ থাকা উচিত।”
আইএএস আধিকারিকের ওই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে। বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। অপর এক কর্মী সংগঠন ‘মন্ত্রালয় অফিসার্স এমপ্লয়িজ় ইউনিয়ন’-এর তরফে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লের কাছে একটি স্মারকলিপি জমা দেন। বর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানায় ওই সংগঠন।
বিতর্কের মাঝেই বুধবার বেশি রাতের দিকে ওই আইএএস আধিকারিককে শো-কজ় নোটিস পাঠায় মধ্যপ্রদেশ সরকার। সেখানে বলা হয়, বর্মার ওই মন্তব্য ভারতীয় প্রশাসনিক কর্তাদের কাছে প্রত্যাশিত আচরণের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। তাঁর ওই মন্তব্যের বিষয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এই বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় সুর চড়িয়েছে মধ্যপ্রদেশের শাসক এবং বিরোধী— উভয় পক্ষই। বিজেপি নেতা গোপাল ভার্গবের অভিযোগ, ওই আইএএস আধিকারিক সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন। কংগ্রেস বিধায়ক তথা মধ্যপ্রদেশের বিধানসভায় বিরোধী শিবিরের উপদলনেতা হেমন্ত কাটারে দাবি, অবিলম্বে ওই আইএএস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়। তিনি বলেন, “এই ধরনের লোকেরা সমাজে বিভাজন ঘটিয়ে দেশকে বিপজ্জনক রাজনীতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।”
বিতর্কের মাঝে মুখ খুলেছেন বর্মা নিজেও। আইএএস আধিকারিকের দাবি, তাঁর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। তিনি বলেন, “সেখানে আমি ২৭ মিনিটের বক্তৃতা করেছি। কিন্তু দু’সেকেন্ডের একটি ক্লিপ বেছে ছড়িয়ে দেওয়া হয়েছে।”