উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে অযোধ্যা বিতর্ক ফের উস্কে দিলেন মুলায়ম সিংহ যাদব। শনিবার লখনউয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘১৯৯০-এ করসেবকদের উপরে গুলি চালানো ছাড়া উপায় ছিল না। দেশের ঐক্য রক্ষার জন্য ১৬ কেন, ৩০ জন মারা গেলেও আমার কিছু আসে যায় না।’’ ১৯৯০-এর ৩০ অক্টোবর উত্তরপ্রদেশের তৎকালীন মুলায়ম সিংহ যাদব সরকারের নির্দেশে অযোধ্যায় করসেবকদের উপরে গুলি চালায় পুলিশ। তাতে ১৬ জন নিহত হন।