ঠেলাগাড়িতে চাপিয়ে যুবকের দেহ হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত।
পথদুর্ঘটনায় মৃত যুবকের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হলেও সময় মতো আসেনি। অগত্যা ঠেলাগা়ড়িতে চাপিয়ে দেহ নিয়ে যেতে বাধ্য হল পুলিশ!
তেলঙ্গানার নারায়ণপেট জেলার এই ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, কোসগির শিবাজি চকে লরির সঙ্গে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ছাব্বিশের এক যুবকের। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যেতে গিয়েই বিপাকে পড়েন কর্তব্যরত পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হয়েছিল। কিন্তু সময়মতো সেই অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছোতে পারেনি। অগত্যা, কর্তব্যরত পুলিশকর্মী মৃতদেহটি লেবু বিক্রির ঠেলাগাড়িতে চাপিয়ে অদূরের এক সরকারি হাসপাতালে নিয়ে যান।
কী কারণে অ্যাম্বুল্যান্স সময়মতো ঘটনাস্থলে পৌঁছোতে পারেনি, তার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ওই অ্যাম্বুল্যান্সের চালকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়িটি যানজটে আটকে পড়ে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।