Maoist

ছত্তীসগঢ়ের কাঙ্কেরে অভিযান, এনকাউন্টারে নিহত এক কনস্টেবল এবং এক মাওবাদী

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর মেলে হিদুর জঙ্গলে রয়েছেন মাওবাদীরা। তাদের ধরতে যৌথ অভিযানে শুরু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ১৫:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছত্তীসগঢ়ের কাঙ্কেরে এনকাউন্টার। পুলিশের তরফে জানানো হয়েছে, সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল এবং এক মাওবাদী।

Advertisement

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর মেলে হিদুর জঙ্গলে রয়েছেন মাওবাদীরা। তাদের ধরতে যৌথ অভিযানে শুরু হয়। ছত্তীসগঢ়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বস্তার ফাইটার শাখার সঙ্গে অভিযানে নামে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ), জেলা বাহিনী। ছোটেবেথিয়া থানার অধীনে হিদুর গ্রামের কাছে জঙ্গল ঘিরে ফেলে বাহিনী। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলি ছোড়ে পুলিশ।

ইনস্পেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানান, ওই এনকাউন্টারে মারা গিয়েছেন বস্তার ফাইটারের সদস্য রমেশ কুরেথি। ঘটনাস্থল থেকে নিহত মাওবাদীর দেহ এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। মাওবাদীদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুরেথি কাঙ্কের জেলার পাখানজুর এলাকার সঙ্গম গ্রামের বাসিন্দা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন