Jammu & Kashmir

সন্ত্রাসবাদকে সমর্থন, জম্মু ও কাশ্মীরে পুলিশ, শিক্ষক-সহ তিন সরকারি কর্মী বরখাস্ত

শনিবার তিন সরকারি কর্মীকে বরখাস্ত করেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্‌হা। ওই সরকারি কর্মীদের মধ্যে এক জন পুলিশ কনস্টেবল, এক জন শিক্ষক এবং অন্য জন বন দফতরের কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০
Share:

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে সাহায্য করার অভিযোগ। শনিবার তিন সরকারি কর্মীকে বরখাস্ত করলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল। —প্রতীকী চিত্র।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে সাহায্য করার অভিযোগ। শনিবার তিন সরকারি কর্মীকে বরখাস্ত করলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্‌হা। ওই সরকারি কর্মীদের মধ্যে এক জন পুলিশ কনস্টেবল, এক জন শিক্ষক এবং অন্য জন বন দফতরের কর্মী।

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই তিন জন সন্ত্রাসবাদে প্রযুক্তিগত এবং আর্থিক সাহায্য করেছেন। তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল। তদন্তে অভিযোগের সারবত্তা প্রমাণিত হয়। তার পরেই শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে ওই তিন জনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন উপরাজ্যপাল।

যে তিন জনকে বরখাস্ত করা হয়েছে, তাঁরা হলেন ফিরদৌস আহমেদ ভাট, মহম্মদ আশরাফ ভাট এবং নিসার আহমেদ খান। সূত্রের খবর, এই তিন জনের মধ্যে আশরাফ লস্কর-ই-তৈবার হয়ে কাজ করতেন। আর বাকি দু’জন আর এক সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদ্দিনকে সাহায্য করতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement