জম্মুতে চোর সন্দেহে যুবককে জুতোর মালা পরিয়ে হেনস্থা। ছবি: সংগৃহীত।
চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন যুবক। অভিযোগ তেমনটাই। সেই অপরাধে তাঁকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরাল পুলিশ। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বক্সিনগর এলাকায় একটি দোকানে ওষুধ কিনতে গিয়ে ৪০ হাজার টাকা চুরি করেন বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু পুলিশ এসে তাঁকে গ্রেফতার করার পরিবর্তে তাঁর জামা খুলিয়ে হাতকড়া পরিয়ে একটি গাড়ির বনেটে বসিয়ে জম্মু শহরের রাস্তায় ঘোরায়। শুধু তা-ই নয়, পুলিশকর্মীরা মাইকে ঘোষণা করতে থাকেন, ওষুধ কেনার নাম করে ৪০,০০০ টাকা চুরির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে ছিলেন বক্সিনগর থানার স্টেশন হাউস অফিসার। এ ছাড়াও ছিলেন অন্য পুলিশকর্মীরাও। ক্রমে ভিড় বাড়তে থাকে। মজা দেখতে পুলিশের সঙ্গে যোগ দেন স্থানীয়েরাও।
ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, যুবকের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। গলায় জুতোর মালা। হাতকড়া পরিয়ে একটি গাড়ির বনেটে বসিয়ে রাখা হয়েছে তাঁকে। চারপাশ থেকে তাঁকে ঘিরে রেখেছেন পুলিশকর্মী ও স্থানীয়েরা। এর পর গাড়িটি জম্মু শহরের রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকেই পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বেশির ভাগেরই মতে, পুলিশকর্মীদের এ হেন আচরণ ‘অপেশাদার এবং অশোভন’। বিতর্কের আবহে পদক্ষেপ করেছে জম্মু পুলিশ। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু পুলিশ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের জন্য পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে তাঁকে।