Coronavirus in India

ডাক্তারদের রক্ষায় জারি অধ্যাদেশ

তিন মাস ধরে যে চিকিৎসকেরা করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন, তাঁদের এবং পরিবারকে দেশ জুড়ে নানা সমস্যায় পড়তে হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৪:০৭
Share:

ছবি পিটিআই।

করোনা মোকাবিলায় চিকিৎসকদের নিরাপত্তা দিতে নড়েচড়ে বসল কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্তে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা রুখতে অতিমারি আইনে পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করল তারা। পরিবর্তিত আইনে অতিমারির সময়ে সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের উপর হামলা হলে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত জেল ও সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে।

Advertisement

কোথাও করোনা সংক্রমণের পরীক্ষা করতে গিয়ে মারধর। কোথাও দিনভর চিকিৎসা করে বাড়ি ঢুকতে গিয়ে বাধা। তিন মাস ধরে যে চিকিৎসকেরা করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন, তাঁদের এবং পরিবারকে দেশ জুড়ে নানা সমস্যায় পড়তে হচ্ছিল। দু’দিন আগে চেন্নাইয়ে করোনা সংক্রমণে মৃত এক চিকিৎসককে কবর দিতেও বাধা দেন স্থানীয়রা। এ সবের বিরুদ্ধে কাল প্রতিবাদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা।

সেই প্রেক্ষাপটেই ডাক্তারদের বার্তা দিতে আজ মাঠে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের চিকিৎসক এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চিকিৎসকদের আশ্বস্ত করে শাহ জানান, তাঁদের রক্ষা করতে কেন্দ্র দ্রুত কড়া আইন আনতে চলেছে।

Advertisement

আরও পড়ুন: সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর ফের বৈঠক

দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ১২০ বছরের পুরনো অতিমারি রোগ আইনে পরিবর্তন আনতে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীর উপর হামলা হলে দোষীদের জেল ও জরিমানা হবে। চিকিৎসকের ক্লিনিক বা গাড়ি ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিকে দ্বিগুণ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশ এক মাসের মধ্যে তদন্ত শেষ করবে এবং এক বছরের মধ্যে শাস্তি শোনাবে আদালত। তবে করোনা ছাড়া অন্য কোনও রোগের ক্ষেত্রে এই আইন বলবৎ হবে না। যদিও হর্ষ বর্ধনের মন্তব্য, ‘‘শুরু করার পক্ষে এই আইন খুবই ভাল।’’ রাতে অধ্যাদেশে সই করেন রাষ্ট্রপতি। প্রতিবাদ কর্মসূচিও বাতিল করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ধর্মীয় বৈষম্যের নালিশ, অস্বস্তিতে মোদী সরকার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আজই রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। মুখ্যসচিব রাজীব সিংহ দাবি করেন, এ ব্যাপারে রাজ্য ইতিমধ্যেই পর্যাপ্ত ব্যবস্থা করছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন