Coronavirus

টেস্ট কিটের ত্রুটি নিয়ে প্রশ্ন

চিন থেকে আসা অ্যান্টিবডি টেস্ট কিটে ঠিক মতো ফল না মেলায় আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ) আপাতত রাজ্যগুলিকে এই কিট ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ০২:৩৯
Share:

প্রতীকী ছবি।

প্রথমে চিন থেকে নমুনা এসেছিল। তার পরে অ্যান্টিবডি টেস্ট কিট হাতে আসার পরে তা পরীক্ষা করে তবে রাজ্যগুলিকে বিলি করা হয়েছিল। পরীক্ষার পরেও কী করে সেই টেস্ট কিটে ত্রুটি ধরা পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস

Advertisement

চিন থেকে আসা অ্যান্টিবডি টেস্ট কিটে ঠিক মতো ফল না মেলায় আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ) আপাতত রাজ্যগুলিকে এই কিট ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। চিনের দুটি সংস্থা থেকে প্রায় ৫ লক্ষ অ্যান্টিবডি টেস্ট কিট আনানো হয়েছিল। তাতে গন্ডগোল মেলায় চিনের ওন্ডফো সংস্থা জানিয়েছে, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-র মাধ্যমে আইসিএমআর এই টেস্ট কিটে অনুমোদন দেওয়ার পরেই ভারত থেকে তারা ছাড়পত্র পায়। একই যুক্তি দিয়েছে চিনের আরেকটি সংস্থা লিভজন-ও। কংগ্রেসের প্রশ্ন, আইসিএমআর কি চিন থেকে টেস্ট কিট আসার পরে তা পরীক্ষা না করেই রাজ্যগুলিকে বিলি করেছিল? আইসিএমআর সূত্র বলছে, আসলে এই সব টেস্ট কিট গবেষণায় ব্যবহার করা হয়। সেখানে কোনও মাপকাঠির একটু তারতম্য হলেই ঠিক মতো ফল মেলে না। এখন বাধ্য হয়ে ভাইরাস কতখানি ছড়িয়েছে, জানতে টেস্ট কিট আমদানি করতে হচ্ছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন