শুরু হতে চলেছে আইএসএল। ফাইল চিত্র।
প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রাথমিক সূচি। পরিবর্তন না হলে আগামী ৩ মে যুবভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। প্রতিযোগিতা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। প্রথম দিনই মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গলের প্রথম খেলা ১৬ ফেব্রুয়ারি যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। কলকাতার আর এক প্রধান মহমেডান মাঠে নামবে ১৫ ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে। মোট ৯১টি ম্যাচ হবে আইএসএলে।
আইএসএলের ক্লাবগুলি একটি খসড়া সূচি তৈরি করেছে। এই সূচি চূড়ান্ত না হলেও বড় রদবদলের সম্ভাবনা কম। মহমেডান সম্ভবত ঘরের ম্যাচগুলি খেলবে জামশেদপুরে। ক্লাবগুলি নিজেরাই আলোচনা করে এ বারের ক্রীড়াসূচি তৈরি করছে। প্রথমে ঠিক হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে আইএসএল শুরু হবে। কিন্তু প্রতিযোগিতার প্রথম ম্যাচেই পরস্পরের মুখোমুখি হতে চায়নি দুই ক্লাবই। কয়েকটি ম্যাচের পর ডার্বি রাখার প্রস্তাব দেওয়া হয় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের তরফে। প্রাথমিক সূচি অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় মুখোমুখি হবে এফসি গোয়া এবং ইন্টার কাশীও। ১৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এসসি দিল্লি-বেঙ্গালুরু লড়াই। ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে মুখোমুখি হবে ওড়িশা এফসি এবং পঞ্জাব। ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ২১ ফেব্রুয়ারি দিল্লির সঙ্গে। ২৭ ফেব্রুয়ারি লাল-হলুদ খেলবে জামশেদপুরের সঙ্গে। এই দু’টি ম্যাচই হবে কলকাতায়। ৫ মার্চ গোয়ার সঙ্গেও কলকাতায় খেলবে ইস্টবেঙ্গল। ১৪ মার্চ লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২১ মার্চ জামশেদপুরে মহমেডানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ১১ এপ্রিল চেন্নাইয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ১৬ এপ্রিল কলকাতায় সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর সঙ্গে খেলা। ২৪ এপ্রিল প্রতিপক্ষ পঞ্জাব এফসি। ২৮ এপ্রিল খেলা ওড়িশার সঙ্গে। ৮ মে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি। ইন্টার কাশীর সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচের দিন ঠিক হয়নি।
মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ২৩ ফেব্রুয়ারি চেন্নাইয়িনের সঙ্গে। ২৮ ফেব্রুয়ারি জামশেদপুরে প্রতিপক্ষ মহমেডান। ৬ মার্চ ভুবনেশ্বরে প্রতিপক্ষ ওড়িশা। ১৪ মার্চ বেঙ্গালুরুতে প্রতিপক্ষ সুনীলেরা। ২০ মার্চ কলকাতায় মুম্বইয়ের সঙ্গে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। ৪ এপ্রিল প্রতিপক্ষ জামশেদপুর। ১২ এপ্রিল খেলা পঞ্জাবের সঙ্গে। ১৯ এপ্রিল গুয়াহাটিতে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ২৬ এপ্রিল কলকাতায় ইন্টার কাশীর সঙ্গে ম্যাচ। ৯ মে গোয়ায় গিয়ে গোয়া এফসির মুখোমুখি হবে মোহনবাগান। ঠিক হয়নি এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচের দিন।
মহমেডানের দ্বিতীয় প্রতিপক্ষ ২০ ফেব্রুয়ারি গোয়া। ৭ মার্চ খেলা বেঙ্গালুরুর সঙ্গে। ১৩ মার্চ প্রতিপক্ষ চেন্নাইয়িন। ৩ এপ্রিল পঞ্জাবের মুখোমুখি হবে দিল্লিতে। ১২ এপ্রিল ভুবনেশ্বরে প্রতিপক্ষ ইন্টার কাশী। ১৭ এপ্রিল ওড়িশার সঙ্গে ম্যাচ। ২৬ এপ্রিল দিল্লির সঙ্গে খেলা। ৩ মে মহমেডান খেলবে মুম্বই এফসির সঙ্গে। ১০ মে প্রতিপক্ষ কেরালা। নর্থ ইস্টের সঙ্গে ম্যাচের দিন ঠিক হয়নি।
--------------------------------------------------------------------------------