Coronavirus in India

Coronavirus in India: প্রায় ন’হাজার বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়িয়ে এক লাফে মৃত্যুও বাড়ল অনেকটাই

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় টিকাকরণ আগের দিনের থেকে কম হলেও সংক্রমণের মোট হার নিম্নমুখী হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১০:০৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশের বিভিন্ন রাজ্যে গত ২৪ ঘণ্টায় একধাক্কায় প্রায় ৯ হাজার জনের মধ্যে করোনায় সংক্রমণ ছড়াল। সেই সঙ্গে ওই সময়ের মধ্যে কোভিডে মৃত্যুও একলাফে বেড়ে হয়েছে ৯৩০। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ আগের দিনের থেকে কম হলেও সংক্রমণের মোট হার নিম্নমুখী হয়েছে। যদিও এর দৈনিক হার বেড়ে হয়েছে ২.২৯ শতাংশ।

Advertisement

বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। ওই সময়ের মধ্যে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হলেও সংক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯২০। সেই সঙ্গে ৪৭ হাজারের বেশি কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন।

গত কয়েক দিন ধরে কেরলে নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেই প্রবণতা বজায় রয়েছে। দেশের মধ্যে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা (১৪,৩৭৩) সবচেয়ে বেশি হয়েছে। এ ছাড়া, মহারাষ্ট্রে আরও ৮ হাজারের বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কেরল এবং মহারাষ্ট্রের মতোই উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। এই তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ওড়িশা এবং অসমের ২ হাজারের বেশি কোডিডে সংক্রমিত হয়েছেন।

Advertisement

নতুন সংক্রমণের সংখ্যা বাড়লেও এর দৈনিক হার টানা ১৬ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় টিকাকরণ কম হলেও ৩৬ লক্ষের বেশি টিকা নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন