CoronaVirus

দেশ জুড়ে জনতা কার্ফু,দেখুন পাঠকদের পাঠানো ছবিতে

সর্বত্র গৃহবন্দি থাকার ছবিটা ঠিক কেমন? পাঠকদের পাঠানো অসংখ্য ছবি থেকে আমরা বেছে নিয়েছি কয়েকটি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ১৫:৩০
Share:
০১ ১৩

প্রধানমন্ত্রীর ডাকে দেশজুড়ে চলছে জনতা কার্ফু। সর্বত্র গৃহবন্দি থাকার ছবিটা ঠিক কেমন? পাঠকদের পাঠানো অসংখ্য ছবি থেকে আমরা বেছে নিয়েছি কয়েকটি। আসুন, আপনাদেরই পাঠানো ছবিতে দেখে নিন কলকাতা-সহ দেশের সর্বত্র কেমন হল জনতা কার্ফু। (ছবি: শিল্পী সম্ভমূর্তি)

০২ ১৩

রবিবার সকালবেলা সাদার্ন অ্যাভিনিউয়ের ছবি। জনতা কার্ফু-এর জেরে শুনশান পুরো এলাকা। (ছবি: অনুপমা মল্লিক)

Advertisement
০৩ ১৩

ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের কাছেই মহাত্মা গাঁধী রোড। রোজকার ব্যস্ততার ছিটেফোঁটাও নেই। পুরো এলাকাকে গ্রাস করেছে জনতা কার্ফু-এর নিস্তব্ধতা। (ছবি: দেবাশিস দত্ত)

০৪ ১৩

পার্ক স্ট্রিট-জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল জনহীন। যাচ্ছে হাতে গোনা গাড়ি। দরজা খোলেনি ‘ফ্লুরিজ’-ও। (ছবি: শিল্পী সম্ভমূর্তি)

০৫ ১৩

বিজয়গড়ের ৫ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী মোড়। রাস্তাঘাট তো ফাঁকা বটেই। খোলেনি কোনও দোকানও। (ছবি: পৌলোমী মৈত্র)

০৬ ১৩

রিষড়ার বিআর অম্বেডকর সরণিতে ফাঁকা রাস্তা সাক্ষ্য দিচ্ছে সর্বাত্মক জনতা কার্ফু-এর (ছবি: রুম্পা বিশ্বাস)

০৭ ১৩

ব্যতিক্রম নয় জঙ্গলমহলও। বন্ধ দোকানপাট। একেবারে জনমানবশূন্য পীড়াকাটা-লালগড় রাস্তা। (ছবি: সন্দীপ রায়)

০৮ ১৩

মুর্শিদাবাদের লালবাগও শুনশান জনতা কার্ফু-এর জেরে। (ছবি: জুয়েল রানা)

০৯ ১৩

সব সময় জমজমাট থাকা বর্ধমানের খোশবাগান জনশূন্য জনতা কার্ফু-এর জেরে। (ছবি: শুভ্র ভক্ত)

১০ ১৩

জনহীন রাস্তার দু’পাশে বন্ধ দোকানপাট। বীরভূমের সিউড়ি স্বতঃস্ফূর্ত ভাবে সামিল জনতা কার্ফু-এ। (ছবি: রাহুল মণ্ডল)

১১ ১৩

জনতা কার্ফুতে জনহীন নদিয়ার শান্তিপুর রেলবাজার। (ছবি: পার্থ দে)

১২ ১৩

উত্তর বেঙ্গালুরুর নাগাশেট্টি থেকে ছবি পাঠিয়েছেন আমাদের পাঠক। সেখানেও জনতা কার্ফু-এর জেরে জনশূন্য রাস্তা। (ছবি: হাবিবা খাতুন)

১৩ ১৩

সর্বত্র জনতা কার্ফু-এর মাঝে একটুকরো অন্য ছবি কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেটের কাছে। সেখানে চুটিয়ে চলল পাড়া ক্রিকেট। আর পাঁচটা বনধের দিনের মতোই। (ছবি: সমীহা দাস গুহ)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement