Coronavirus in India

কোভিডে আক্রান্ত অফিসার, দিল্লিতে সিল করা হল নীতি-আয়োগ ভবন

বিল্ডিংয়ে অন্য যাঁরা কাজ করতেন, তাঁদের জন্যে পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছে্‌ বিল্ডিংটি আপাতত দু' দিনের জন্যে সিল করা হয়েছে। এই সময়ের মধ্যে গোটা বিল্ডিং জীবাণুমুক্ত করার কাজ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১৮:০৬
Share:

করোনার জেরে বন্ধ করা হল নীতি আয়োগ ভবন। ফাইল চিত্র।

করোনার থাবা এবার নীতি আয়োগের বিল্ডিংয়ে। আজ মঙ্গলবার ওই বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই বিল্ডিংয়ে কর্মরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সেই খবর পাওয়ার পরই বিল্ডিং সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

নীতি আয়োগের ডেপুটি সেক্রেটারি (আ্যডমিনিস্ট্রেশন) অজিত কুমার জানিয়েছেন, সকাল ন'টা নাগাদ এক আধিকারিকের শরীরে ভাইরাসের উপস্থিতির কথা জানা যায়। তারপরই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।

অজিত কুমার জানিয়েছেন, বিল্ডিংয়ে অন্য যাঁরা কাজ করতেন, তাঁদের জন্যে পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছে্‌ বিল্ডিংটি আপাতত দু' দিনের জন্যে সিল করা হয়েছে। এই সময়ের মধ্যে গোটা বিল্ডিং জীবাণুমুক্ত করার কাজ হবে। তার পর আবার অফিসের স্বাভাবিক কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে যাঁরা সরাসরি সংস্পর্শে এসেছিলেন তাঁদের বাড়িতে আলাদা থাকতে বলা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: গাড়ির খোলা ছাদে কুকুর নিয়ে জনবহুল রাস্তায় ঘুরে বেড়ালেন চালক

২০১৫ সালে প্ল্যানিং কমিশন বাতিল হওয়ার পর নীতি আয়োগের প্রতিষ্টা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 'থিঙ্ক ট্যাংক' হিসেবে কাজ করে নীতি আয়োগ। নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিটে অবস্থিত নীতি আয়োগের মূল ভবন। সেটাই আপাতত বন্ধ করে দেওয়া হল।

আরও পড়ুন: গঙ্গার জলে খেলে বেড়াচ্ছে জাতীয় জলজ প্রাণী, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ভিডিয়ো​

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন