Coronavirus

শুধুমাত্র করোনা-পর্বে শান্ত থাকল সংসদ

আজই প্রথম কিছু ক্ষণের জন্য হলেও সংসদের দুই কক্ষে শান্ত ভাবে চলল অধিবেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০২:৫৩
Share:

—প্রতীকী ছবি।

চলতি সপ্তাহে আজই প্রথম কিছু ক্ষণের জন্য হলেও সংসদের দুই কক্ষে শান্ত ভাবে চলল অধিবেশন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস নিয়ে বিবৃতি পড়লেন। বিরোধী সাংসদেরাও কিছু পরামর্শ দিলেন। তার পরে ফের দিল্লির হিংসা নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলে রাজ্যসভায় গোটা দিনের জন্য এবং লোকসভায় দফায় দফায় অধিবেশন মুলতুবি হয়ে গেল।

Advertisement

সূত্রের খবর, আজ সংসদ শুরু হওয়ার আগে কংগ্রেস, এসপি, তৃণমূল নেতারা দ্রুত আলোচনা করে স্থির করেন, করোনাভাইরাসের মতো আমজনতার প্রবল উদ্বেগের বিষয় নিয়ে সরকারের বিবৃতির সময়ে কোনও রকম ঝামেলা করা হবে না। তা করা হলে রাজনৈতিক ভাবে লাভ তুলতে পারে বিজেপি। পরে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘দেশের মা, সন্তান এবং ভাইদের করোনার প্রকোপ থেকে বাঁচানোর জন্য সরকার যে বিবৃতি দিল, তাকে স্বাগত জানাই। কিন্তু গত মাসে যাঁরা দিল্লিতে গণহত্যার শিকার হলেন, তাঁরা তো করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তাঁদের কী হবে?’’ এসপি নেতা অখিলেশ সিংহ যাদব সরকারের উদ্দেশে বলেন, ‘‘নোট বাতিল থেকে সিএএ— সব ব্যাপারে আপনারা মানুষকে ভয় দেখান। করোনা নিয়েও ভয় দেখাবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement