ত্রিপুরায় শুরু আনলক-২

মুখ্যসচিব সোমবার রাতে বিজ্ঞপ্তিতে জানান, ১১ আগস্ট ভোর ৫টা থেকে ৩১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত আনলক-২ চালু থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২০ ০২:২২
Share:

ছবি: পিটিআই।

করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি রেখেই ত্রিপুরার বাকি অংশে মঙ্গলবার ভোর থেকে থেকে আনলক-২ শুরু হল। এই সব এলাকায় বিধিবিষেধ কিছু শিথিল করা হয়েছে। প্রধান-প্রধান সরকারি দফতরে এ দিন কাজ শুরু হয়েছে পুরো দমে।

Advertisement

মুখ্যসচিব সোমবার রাতে বিজ্ঞপ্তিতে জানান, ১১ আগস্ট ভোর ৫টা থেকে ৩১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত আনলক-২ চালু থাকবে। করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় শুধু জরুরি পরিষেবা চালু থাকবে। বাকি অংশে সমস্ত দোকান ও বাণিজ্যিক প্ৰতিষ্ঠান খুলবে। গণপরিবহণ ব্যবস্থাও চালু হলেও পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু থাকবে আগের মতোই। সভা, সমাবেশ, মিছিলে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোকানে সামনে দাঁড়ানোর জন্য ১ মিটার জায়গা থাকলে এক জন মাত্র গ্রাহক দাঁড়াতে পারবেন। ২ মিটার হলে দু’জন দাঁড়াতে পারবেন। বাকিদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। সব সরকারি কর্মীকে পারস্পরিক দূরত্ব রেখে কাজ করতে এবং মাস্ক পরে অফিসে আসতে হবে। অফিসে ঢোকা ও বেরনোর সময় হাত স্যানিটইজ় করতে হবে। পুরো অফিস স্যানিটাইজ় করার দায়িত্ব দফতরের প্রধানের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন