Coronavirus in India

COVID in India: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩১৩৮২, মৃত্যু হয়েছে ৩১৮ জনের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১০:১৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

পর পর দু’দিন ফের ৩০ হাজারের বেশি থাকল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন। দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে শুক্রবার। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন।

দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় দেড় হাজার। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৬২ জন।

Advertisement

রাজ্যগুলিতে সংক্রমণ প্রবনতা সপ্তাহের শুরুর মতো একই রয়েছে। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২ জন। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত শুক্রবারও সাড়ে তিন হাজারের নীচেই রয়েছে। তামিলনাড়ুতে দেড় হাজারের বেশি থাকছে। কর্নাটকে গত কয়েক দিন ধরেই তা এক হাজারের নীচে থাকছে। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১১০০ থেকে ১২০০-র মধ্যে ঘুরছে। মিজোরামে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৭ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন