Cow

গরুকে বিস্ফোরক খাইয়ে শাস্তি, রাজস্থানের ঘটনায় ফিরল কেরলের স্মৃতি

হাসপাতালে ভর্তি করা হয়েছে গরুটিকে। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত প্রাণীটিকে বাঁচানো যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে চিকিৎসকদের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

পালি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১২:৩৮
Share:

প্রতীকী চিত্র।

কেরলে ছিল গর্ভবতী হাতি, এবার গরুরাজস্থানের পালি জেলায় একটি গরু বিস্ফোরক খেয়ে গুরুতর ভাবে আহত হল। হাসপাতালে ভর্তি করা হয়েছে গরুটিকে। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত প্রাণীটিকে বাঁচানো যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে চিকিৎসকদের মধ্যে। চরম নৃশংসতার উদাহরণ এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

গ্রামের মধ্যে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট বোঝা যায়নি। গো রক্ষা সংগঠন গো-পুত্র সেনা, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল ঘটনার কড়া নিন্দা করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তারা। পাশাপাশি, গো-পুত্র সেনার পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে সিরিয়ারি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: কাঁথির অধিকারী বাড়িতে ভোটকৌশলী প্রশান্ত কিশোর, ছিলেন না শুভেন্দু, কথা হল শিশিরের সঙ্গে

Advertisement

তদন্তকারী পুলিশ আধিকারিক সুরেশ শরণ জানিয়েছেন, ‘‘ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।’’ এর আগেও দেশে এমন একের পর এক পশু নির্যাতনের ঘটনা তোলপাড় করেছে। প্রথম কেরলের একটি ঘটনা সকলের নজরে আসে, যেখানে একটি গর্ভবতী হাতিকে বিস্ফোরক খাইয়ে হত্যা করা হয়। তার পর একই রকম একটি ঘটনা প্রকাশ্যে আসে মধ্যপ্রদেশে। সেখানে একটি গরুকে বিস্ফোরক খাইয়ে দেওয়া হয়। এবার ঘটনাস্থল রাজস্থান।

আরও পড়ুন: রাজ্য জুড়ে সক্রিয়তা বিভিন্ন রাজনৈতিক শিবিরে, উৎসব শেষের আগেই শুরু ২০২১ সালের ‘নীলবাড়ির লড়াই’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন