National

কার্ফু উঠল, থমথমে দশা কেটে আজ অনেকটা স্বাভাবিক বেঙ্গালুরু

ছন্দে ফিরছে বেঙ্গালুরু। সোমবারের সংঘর্ষের পর গতকালও থমথমে ছিল গোটা শহর। বলবত্ ছিল কার্ফু। তবে আজ অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে হাই টেক গার্ডেন সিটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৩
Share:

ছন্দে ফিরছে বেঙ্গালুরু।

ছন্দে ফিরছে বেঙ্গালুরু। সোমবারের সংঘর্ষের পর গতকালও থমথমে ছিল গোটা শহর। বলবত্ ছিল কার্ফু। তবে আজ অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে হাই টেক গার্ডেন সিটি।

Advertisement

শহরের সর্বত্রই কার্ফু প্রত্যাহার হয়েছে আজ। তবে তথ্য প্রযুক্তি হাবে সতর্কতামূলক নির্দেশিকা জারি রাখা হয়েছে। খুলেছে অনেক স্কুল, কলেজ। আজ সকাল থেকে স্বাভাবিক হয়েছে বেঙ্গালুরু মেট্রো রেলের পরিষেবা।

গতকাল সন্ধে থেকেই শহরের বাস পরিষেবা সচল হয়েছে। তবে কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে সব বাস তামিলনাড়ু এবং কেরল যায়, সেগুলো আজ চালু হয়নি।

Advertisement


বেঙ্গালুরুতে বাস স্ট্যান্ডে আবার যাত্রীদের আনাগোনা শুরু হয়েছে

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কর্নাটক সরকারকে নির্দেশ দিয়েছিল, কাবেরির ১৫,০০০ কিউসেক জল ছাড়তে হবে তামিলনাড়ুকে। এই রায়ের পর থেকেই শুরু হয় গোলমাল। গোলমাল চরমে ওঠে সোমবার, যখন শীর্ষ আদালত ইঙ্গিত দেয়, আরও বেশি জল ছাড়তে হতে পারে কর্নাটককে। তুমুল বিক্ষোভ আছড়ে পড়ে পথেঘাটে। বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়। হিংসা থামাতে পুলিশের গুলিতে সোমবারই মৃত্যু হয় এক জনের। গুলিবিদ্ধ আর এক জন গতকাল, মঙ্গলবার মারা যান হাসপাতালে। ওই দিনের ঘটনায় গ্রেফতার করা হয় প্রায় ৩৫০ জনকে।

আরও পড়ুন- জল-তাণ্ডবে বেহাল বেঙ্গালুরু, দু’দিনে লোকসান ২৫ হাজার কোটি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement