Cyclone Ditwah

গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় দিটওয়া! আশঙ্কা কাটেনি, গতিমুখ বদলে আবার পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে, সতর্কতা চেন্নাইয়ে

মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপটি গতিমুখ বদলানোয় তামিলনাড়ুর উত্তরের চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু এবং তিরুভাল্লুরে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:২১
Share:

ঘূর্ণিঝড় দিটওয়ার জেরে সমুদ্র উত্তাল। ছবি: পিটিআই।

ঘূর্ণিঝড় দিটওয়া ভারতের উপকূল ভাগে আছড়ে না পড়লেও তার প্রভাবে তামিলনাড়ু এবং পুদুচেরিতে গত কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। পূর্ব উপকূলের গা ঘেঁষে ঘূর্ণিঝড়টি এগিয়ে গিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। সেটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু আশঙ্কা কাটেনি। সেই নিম্নচাপটি আবার গতিমুখ বদলে দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব উপকূল বরাবর এগিয়ে আসছে। তার জেরে তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে চেন্নাইয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপটি গতিমুখ বদলানোয় তামিলনাড়ুর উত্তরের চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু এবং তিরুভাল্লুরে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, গভীর নিম্নচাপটির অবস্থান বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে। আগামী ১২ ঘণ্টার মধ্যে সেটি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হবে।

মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের উত্তর এবং মধ্যভাগে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নাঙ্গামবক্কমে (১৭১ মিলিমিটার)। তার পর এন্নোর (১৬৬ মিমি), পুঝল (১৫০মিমি), নন্দনম (১২০মিমি)। তবে দক্ষিণ চেন্নাইয়ে হালকা বৃষ্টি হয়েছে। অন্য দিকে, মাদুরাই, বিরুধুনগর, শিবগঙ্গাই, পুদুকোট্টাইয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement