National News

সম্পত্তির লোভ! হাসপাতালে ঢুকে বাবাকে খুনের চেষ্টা চিকিত্সক মেয়ের

একেই বলে সম্পত্তির লোভ! হাসপাতালে ঢুকে বাবাকে পরিকল্পিত ভাবে খুন করার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। চেন্নাইয়ের ঘটনা। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ১২:৪৬
Share:

হাসপাতালে অভিযুক্ত মেয়ে।

একেই বলে সম্পত্তির লোভ! হাসপাতালে ঢুকে বাবাকে পরিকল্পিত ভাবে খুন করার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। চেন্নাইয়ের ঘটনা। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

ঠিক কী হয়েছিল?

হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিএউ-তে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। অভিযোগ, বাবার সঙ্গে ব্যক্তিগত কথা আছে এই অজুহাতে ওই বৃদ্ধের মেয়ে আইসিইউ-তে ঢোকেন। সঙ্গে ছিলেন মহিলার দুই ছেলে। হাসপাতালটির মালিক যেহেতু মহিলার ভাইয়ের ফলে কোনও অসুবিধাই হয়নি বাবার সঙ্গে দেখা করার অনুমতি পেতে। তবে সবচেয়ে যে বিষয়টি উল্লেখযোগ্য, ওই মহিলা নিজেও এক জন চিকিত্সক। এই সুযোগটাকেও কাজে লাগান তিনি। ঘরে ঢুকেই শয্যাশায়ী বাবাকে সম্পত্তির দস্তাবেজে সই করার হুমকি দেন। বৃদ্ধ প্রথম পাতাতে সই করলেও বাকিগুলোতে জোর করে টিপ সই করিয়ে নেন।

Advertisement

তার পরেই দেখা যায় ওই মহিলা তাঁর বাবার ইন্ট্রাভেনাস ড্রিপটি খুলে দেন, এমনকী জীবনদায়ী সাপোর্টও খুলে দিয়ে বৃদ্ধকে কৌশলে মেরে ফেলার চেষ্টা করেন। পুরো ঘটনাটাই অলক্ষ্যে নজর রাখছিল এক জন—সিসিটিভি ক্যামেরা। আর এই সেই ফুটেজের ভিত্তিতেই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন তাঁর ভাই। মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলেও বিষয়টি জানান তিনি। যদিও সে যাত্রায় বৃদ্ধ বেঁচে গিয়েছিলেন ঠিকই। কিন্তু ঘটনার দু’মাস পরেই তাঁর মৃত্যু হয়।

দেখুন সেই ভিডিও

আরও খবর...

হ্যাকার-দাপটে সাইবার সুরক্ষা এখনও শিশুই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement