বুরারির ছায়া, মৃত একই পরিবারের ৪

পুলিশ জানিয়েছে, বাড়ির পিছনের উঠোনে গর্তের ভিতরে একটির উপরে একটি চাপানো ছিল দেহগুলি। প্রত্যেকের দেহে আঘাতের চিহ্ন ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০২:৪৭
Share:

ফিরে এল বুরারির আতঙ্ক। এ বার কেরলের ইদুক্কি জেলায় একই পরিবারের চার জনের দেহ উদ্ধার হল বুধবার। পুলিশ জানিয়েছে, বাড়ির পিছনের উঠোনে গর্তের ভিতরে একটির উপরে একটি চাপানো ছিল দেহগুলি। প্রত্যেকের দেহে আঘাতের চিহ্ন ছিল।

Advertisement

বুরারির মতোই এ-ক্ষেত্রেও‌ বাড়ির সদস্যদের কারও অতিপ্রাকৃত বা তন্ত্রসাধনায় বিশ্বাস ছিল কি না, তা দেখছে পুলিশ।

তারা মনে করছে, ২৯ জুলাইয়ের পরে মৃত্যু হয়েছে তাঁদের। স্থানীয়রা জানান, পরিবারটির কেউই বাইরের লোকের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। গত তিন দিন ধরে বাড়ির চার সদস্য— ৫২ বছরের কৃষ্ণণ, তাঁর স্ত্রী ৫০ বছরের সুশীলা, তাঁদের ২১ বছরের মেয়ে আরশা ও ১৯ বছরের ছেলে অর্জুনকে দেখা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement