ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতিতে ইজ়রায়েল ছেড়ে দেশে ফিরছেন সে দেশে বসবাসকারী বহু ভারতীয়। রবিবার জেরুসালেমে তাঁদেরই একাংশের সঙ্গে কথা বলছেন ইজ়রায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জে পি সিংহ। ছবি: পিটিআই।
ইরানের পরে এ বার ইজ়রায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার।
নিজেদের দেশে হামলার জবাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইরান। ইজ়রায়েলের আকাশ প্রতিরোধী ব্যবস্থা মাঝে মধ্যেই ব্যর্থ হচ্ছেইরানের ক্ষেপণাস্ত্র রুখতে। ফলে ফি দিন ইজ়রায়েলে বাড়ছে ক্ষয়ক্ষতি। এই পরিস্থিতিতে ইজ়রায়েলে বসবাসকারী ভারতীয়দের যাঁরা ফিরতে ইচ্ছুক, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে এই সপ্তাহ থেকে উদ্ধার অভিযান শুরু করতে চলেছে নয়াদিল্লি। ইতিমধ্যে সে দেশে যত ভারতীয় আছেন,তাঁদের তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। ইতিমধ্যেইইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত সরকার।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে