Delhi BMW Crash

দিল্লি বিএমডব্লিউ দুর্ঘটনা: জামিন পেলেন অভিযুক্ত চালক গগনপ্রীত, কিসের ভিত্তিতে মুক্তি, কী বলল আদালত?

গগনপ্রীতের বিরুদ্ধে অর্থ মন্ত্রকের উপসচিব নভজ্যোত সিংহ এবং তাঁর স্ত্রীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে। সেই দুর্ঘটনায় নভজ্যোতের মৃত্যু হয়। আহত হন তাঁর স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১২
Share:

(বাঁ দিক থেকে) বিএমডব্লিউ দুর্ঘটনায় অভিযুক্ত চালক গগনপ্রীত, নভজ্যোতের স্ত্রী এবং নভজ্যোত। ফাইল চিত্র।

দিল্লি বিএমডব্লিউ দুর্ঘটনায় অভিযুক্ত চালক গগনপ্রীত কৌরকে জামিন দিল আদালত। গগনপ্রীতের বিরুদ্ধে অর্থ মন্ত্রকের উপসচিব নভজ্যোত সিংহ এবং তাঁর স্ত্রীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে। সেই দুর্ঘটনায় নভজ্যোতের মৃত্যু হয়। আহত হন তাঁর স্ত্রী।

Advertisement

মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, যে অভিযোগ গগনপ্রীতের বিরুদ্ধে তোলা হয়েছে, তার সঙ্গে সিসিটিভি ফুটেজের কোনও মিল পাওয়া যায়নি। এফআইআরে লেখা হয়েছিল, বিএমডব্লিউ গাড়িটি সরাসরি নভজ্যোতের বাইকে ধাক্কা মারে। কিন্তু সেই অভিযোগের সমর্থনে প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতের পর্যবেক্ষণ। বরং সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, তার পর সেটি উল্টে যায়। আর সেই সময়েই নভজ্যোতের বাইক এবং পাশে থাকা একটি বাসে ধাক্কা লাগে।

আদালতের পর্যবেক্ষণ, বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে ধাক্কা মারার যে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজে কিন্তু তেমন কিছু ধরা পড়েনি। বরং এই ঘটনাটিকে বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং চালকের গাফিলতি বলেই মনে করা হচ্ছে। আদালত প্রশ্ন তুলেছে, মামলাকারীর আইনজীবী তাদের জানাতে পারেননি কত গতিতে গাড়ি ছুটছিল। আর তার পরই বিএমডব্লিউ-র অভিযুক্ত চালক গগনপ্রীতকে জামিন দেয় আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement