অষ্টমীর দুপুরে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। —নিজস্ব চিত্র।
ষষ্ঠী-সপ্তমী বৃষ্টিহীন থাকলেও অষ্টমীর কলকাতা শুকনো থাকছে না। মঙ্গলবার দুপুরে কলকাতার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুপুর ১২টা থেকে এই বৃষ্টিপাত চলতে পারে পরবর্তী ২-৩ ঘণ্টা পর্যন্ত। তুলনায় বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ কলকাতায়।
এই সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আরও পাঁচ জেলায়। এই জেলাগুলি হল পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা এবং জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। নবমীর মধ্যে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর জেরে নবমী থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি, দশমীতে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণের বেশির ভাগ জেলা। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। ওই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অধিকাংশ জেলার বেশ কিছু এলাকায়। রবিবার থেকে কলকাতায় বৃষ্টি কমার সম্ভাবনা।