Akasa Air Incident

মাঝ আকাশে আচমকা পাখির সঙ্গে ধাক্কা! আকাশা এয়ারের বিমানে আতঙ্ক, অবতরণ নির্বিঘ্নেই

শুক্রবার সকালে দিল্লিতে নামার আগে আকাশা এয়ারের কিউপি১৬০৭ বিমানে পাখির ধাক্কা লাগে। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যাত্রীরা সকলে সুরক্ষিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:০৭
Share:

আকাশা এয়ারের কিউপি১৬০৭ বিমানটি পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ারেরা। —ফাইল চিত্র।

মাঝ আকাশে যাত্রিবাহী বিমানে পাখির ধাক্কা। বিমানটি পুণে থেকে দিল্লির দিকে যাচ্ছিল। অবতরণের কিছু আগে পাখির সঙ্গে তার ধাক্কা লাগে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। নিরাপদেই সকল যাত্রীকে বিমান থেকে নামানো হয়েছে।

Advertisement

আকাশা এয়ারের কিউপি১৬০৭ বিমান শুক্রবার সকালে দিল্লিতে নামার কথা ছিল। বোয়িং সংস্থার ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি তার পরে দিল্লি থেকে উড়ে যেত গোয়া। কিন্তু পাখির ধাক্কার কারণে পরবর্তী উড়ানে যথেষ্ট দেরি হয়। দিল্লিতে অবতরণের পর বিমান সংস্থার তরফে ওই বিমানটিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরে অন্য বিমান যাত্রীদের নিয়ে গোয়ায় যায় বলে খবর। এতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে।

পুণে থেকে দিল্লিগামী বিমানটিতে কত জন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। শনিবার বিমান সংস্থার তরফে ঘটনার কথা স্বীকার করা হয়েছে। পাখির ধাক্কার পর দিল্লিতে ওই বিমান অবতরণ করেছে সকাল ১০টা নাগাদ। সংবাদ সংস্থা পিটিআইকে আকাশা এয়ারের মুখপাত্র জানিয়েছেন, যে বিমানে পাখির ধাক্কা লেগেছে, ইঞ্জিনিয়ারেরা তা পরীক্ষা করে দেখছেন। এখনও পরীক্ষা চলছে। বিশেষজ্ঞেরা সবুজ সঙ্কেত দিলেই ওই বিমান আবার যাত্রী পরিবহণের জন্য ব্যবহার করা হবে।

Advertisement

গত ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে রওনা দেওয়ার সময় ভেঙে পড়ে বোয়িং সংস্থার এয়ার ইন্ডিয়ার একটি বিমান। তাতে মোট ২৪২ জন ছিলেন। এক জন বাদে সকলেরই মৃত্যু হয়। সরকারি হিসাবে ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৬০। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, বিমান দুর্ঘটনার নেপথ্যে থাকতে পারে পাখির ধাক্কার মতো কোনও কারণ। কিন্তু তদন্তকারী সংস্থা তাদের রিপোর্টে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে তা ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement