পরিবারের সঙ্গে কথা বলার ফের অনুমতি পেলেন ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। —ফাইল চিত্র।
২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে আবার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিল দিল্লির আদালত। যদিও নিরাপত্তার কারণ দেখিয়ে আপত্তি জানিয়েছিলেন তিহাড় জেল কর্তৃপক্ষ। তবে সেই আপত্তি ধোপে টেকেনি। রানার আবেদন মঞ্জুর করেছে দিল্লির পটীয়ালা হাউস কোর্ট।
এই নিয়ে দ্বিতীয় বার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রানা। তিনি আদালতে জানান, আইনি সহায়তা সংক্রান্ত আলোচনা করতে চান। শুধু তা-ই নয়, আইনজীবী পরিবর্তন করার বিষয়ও রয়েছে। তার আগে তিনি পরিবারের সঙ্গে কথা বলার আর্জি জানান। কিন্তু রানার আবেদনের আপত্তি জানান তিহাড় কর্তৃপক্ষ। তবে আদালত, আবারও রানাকে এক বার ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দিয়েছে। তিহাড় থেকে জেল কর্তৃপক্ষের যাবতীয় নিয়ম মেনে বাড়িতে ফোন করতে পারবেন রানা।
দীর্ঘ দিন আমেরিকার জেলে বন্দি ছিলেন ৬৪ বছরের পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানা। সম্প্রতি আমেরিকা থেকে তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছে। আপাতত তিনি তিহাড়ে আছেন। প্রথম থেকেই পরিবারের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে আসছিলেন রানা। তাঁর আইনজীবী দাবি করেছিলেন, রানা বিদেশি নাগরিক। তাঁর স্বাস্থ্য নিয়ে তাঁর পরিবার চিন্তিত। তাই তাঁরা যোগাযোগ করতে চাইছেন। কিন্তু তদন্তকারী সংস্থা এতে আপত্তি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, রানার মামলা অত্যন্ত সংবেদনশীল। পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দিতে পারেন। তবে গত ৯ জুন পটীয়ালা হাউস কোর্ট, প্রথম বার রানার আবেদন মঞ্জুর করেছিল।