ভিসায় দিল্লির অস্ত্র মার্কিন কর্পোরেটও

আমেরিকার ভিসা নীতি ক্রমশ বড় ধরনের চাপের মধ্যে ফেলে দিচ্ছে নয়াদিল্লিকে। সেই চাপ কাটিয়ে সে দেশে ভারতীয় পেশাদারদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য মরিয়া চেষ্টা শুরু হয়েছে সাউথ ব্লকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:৩৬
Share:

আমেরিকার ভিসা নীতি ক্রমশ বড় ধরনের চাপের মধ্যে ফেলে দিচ্ছে নয়াদিল্লিকে। সেই চাপ কাটিয়ে সে দেশে ভারতীয় পেশাদারদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য মরিয়া চেষ্টা শুরু হয়েছে সাউথ ব্লকে। আজ বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশের বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসছেন সাউথ ব্লকের কর্তারা। সূত্রের খবর, শুধুমাত্র রাজনৈতিক বা কূটনৈতিক দৌত্যই নয়, এইচ-১ বি ভিসার রাশ শিথিল করার জন্য মার্কিন কর্পোরেট সংস্থাগুলির মাধ্যমেও ‘লবি’ করতে শুরু করেছে নয়াদিল্লি।

Advertisement

আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছেন, ‘‘ভারতে বড় মার্কিন সংস্থাগুলির উপস্থিতি কম নয়। সেদেশের পেশাদাররাও এখানে কাজ করছেন বা করাচ্ছেন। আমেরিকাকে এটা বুঝতে হবে যে এটা অভিবাসনের বিষয় নয়। সম্পূর্ণভাবে বাণিজ্য এবং পরিষেবা সংক্রান্ত বিষয়।’’

আরও পড়ুন: হাত-পা ছুড়ুন, পিছনে জামাই

Advertisement

মার্কিন অর্থনীতিতে ভারতীয়দের অবদান কতটা তা তথ্য ও পরিসংখ্যান দিয়ে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে তুলে ধরেছে নয়াদিল্লি। চলতি মার্কিন সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও এ নিয়ে কথা বলবেন মার্কিন কর্তাদের সঙ্গে।

এইচ-১ বি ভিসা নিয়ে সদ্য একটি সরকারি নির্দেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। গোপালের কথায়, ‘‘আমরা গোটা প্রক্রিয়াটির দিকে নজর রাখছি। নির্দেশে সই হওয়ার পর তা মার্কিন কংগ্রেস যাবে। তারপর সেটা আইনে পরিণত হবে। সে দেশের আইন অনুযায়ী আরও কিছু প্রক্রিয়াও এর সঙ্গে যুক্ত। ফলে এখনও সময় রয়েছে। পরিস্থিতি যে ভাবে এগোবে, সেই অনুযায়ী আমরা সক্রিয়তা বাড়াবো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement