Man Killed Wife For Making Reels

‘অশ্লীল রিল্‌স বানাও কেন?’ দুই সন্তানের সামনে স্ত্রীকে গলা টিপে মেরে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী!

গত কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে জোর অশান্তি চলছিল আমনের। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ঝগড়ার সময় স্ত্রীকে খুন করেন ওই যুবক। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। তাঁরাই খবর দেন পুলিশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫
Share:

—প্রতীকী চিত্র।

সর্বদা ফোন ঘাঁটতেন স্ত্রী। ‘রিল্‌স’ বানাতেন আর পোস্ট করতেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিয়ে মজে থাকতেন। তাতে স্বামীর আপত্তি। ওই নিয়ে ঝগড়া করতে করতে রাগে স্ত্রীকে খুনই করে ফেললেন যুবক। তার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির নজ়ফগড় এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আমন। বয়স ৩৫ বছর। স্ত্রী এবং দুই নাবালক সন্তানকে নিয়ে তাঁর সংসার। বড়টির বয়স নয় বছর, ছোট ছেলে পাঁচ বছরের। আমন পেশায় ই-রিকশা চালক। আদতে তাঁরা উত্তরপ্রদেশের পীলীভিতের বাসিন্দা। রুজির টানে দিল্লিতে এসে বসবাস করছেন কয়েক বছর।

গত কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে জোর অশান্তি চলছিল আমনের। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ঝগড়ার সময় স্ত্রীকে খুন করেন ওই যুবক। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। তাঁরাই খবর দেন পুলিশে। তার পর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। গ্রেফতার হন স্বামী। প্রাথমিক তদন্তের পর এক পুলিশকর্তা বলেন, ‘‘সমাজমাধ্যমে স্ত্রীর সক্রিয়তা অপছন্দ ছিল অভিযুক্তের। ধৃত জানিয়েছেন, স্ত্রী সর্বদা ফোন ঘাঁটতেন। নানা রকম অশ্লীল ভিডিয়ো বানিয়ে পোস্ট করতেন। এগুলো তিনি সহ্য করতে পারেননি।’’ ওই পুলিশকর্তা আরও জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর বচসা হয়। একসময়ে স্ত্রীর গলা টিপে খুন করেন আমন। তার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যান। তবে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে পড়ায় সেটা সম্ভব হয়নি।

Advertisement

এখন হাসপাতালে চিকিৎসাধীন আমন। পুলিশ জানিয়েছে, শারীরিক অবস্থার খানিক উন্নতি হলেই ধৃতকে আদালতে হাজির করানো হবে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। অন্য দিকে, প্রতিবেশীরা চিন্তিত দুই খুদের ভবিষ্যৎ নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement