Salim Pistol

নেপাল থেকে ধৃত ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ অস্ত্র সরবরাহকারী সেলিম পিস্তল! যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই পাকিস্তানে যাতায়াত ছিল সেলিমের। নেপাল হয়ে ভারতে আসতেন। আবার পাকিস্তানে ফিরে যেতেন। পাকিস্তান থেকে ভারতে স্বয়ংক্রিয় অস্ত্র সরবরাহ করতেন সেলিম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৩:০৭
Share:

ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ সেলিম পিস্তল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নেপাল থেকে গ্রেফতার করা হল ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ অস্ত্র সরবরাহকারী সেলিম শেখ ওরফে সেলিম পিস্তল। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল নেপাল পুলিশের সঙ্গে যৌথ ভাবে অভিযান চালিয়ে শুক্রবার সেলিম পিস্তলকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই পাকিস্তানে যাতায়াত ছিল সেলিমের। নেপাল হয়ে ভারতে আসতেন। আবার পাকিস্তানে ফিরে যেতেন। পাকিস্তান থেকে ভারতে স্বয়ংক্রিয় অস্ত্র সরবরাহ করতেন সেলিম। তদন্তকারীদের দাবি, সেলিমের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ যোগ রয়েছে। এ ছাড়াও দাউদ ইব্রাহিমের সঙ্গেও তাঁর যোগসূত্রের হদিস পাওয়া গিয়েছে।

তদন্তকারীরা আরও জানিয়েছেন যে, ভারতের সব গ্যাংস্টারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগ রয়েছে সেলিমের। লরেন্স বিষ্ণোই, হাশিম বাবা গ্যাংকে অস্ত্র সরবরাহ করেন এই সেলিম। কংগ্রেস নেতা তথা পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডেও সেলিমের নাম ভেসে উঠেছিল। পুলিশের সন্দেহ, ওই হত্যাকাণ্ডে যে আধুনিক এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলি সেলিমই সরবরাহ করেছিলেন আততায়ীদের।

Advertisement

সেলিমকে ২০১৮ সালে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। কিন্তু পরে বিদেশে পালিয়ে যান তিনি। সম্প্রতি গোয়েন্দারা জানতে পারেন নেপালে আত্মগোপন করে আছেন সেলিম। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের একটি দল নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেলিমের খোঁজ চলতে থাকে। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। দিল্লির জাফরাবাদের বাসিন্দা সেলিম। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডেও তাঁর নাম উঠে এসেছিল।

অষ্টম শ্রেণি পাশ করে পড়াশোনা ছেড়ে দেন সেলিম। তার পর গাড়িচালক হিসাবে কাজ শুরু করেন। ২০০০ সাল থেকে অপরাধের দুনিয়ায় প্রবেশ। মুকেশ গুপ্ত ওরফে কাকার সঙ্গে মিলে গাড়ি চুরি করা শুরু করেন। ২০০০ সালে গ্রেফতার হন। জেল থেকে ছাড়া পাওয়ার পর ডাকাতি, তোলাবাজি, খুনের মতো বহু মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement