Suspicious Death in Delhi

একই ঘর থেকে চার জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার! মৃত তিন, কী ভাবে মৃত্যু? ঘনাচ্ছে রহস্য

পুলিশ সূত্রে খবর, যে ঘর থেকে চার জনকে উদ্ধার করা হয়েছে, সেই ঘরে হাওয়া-বাতাস চলাচলের কোনও জায়গা ছিল না। দরজা-জানলা বন্ধ ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৭:২৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

একই বাড়ির একই ঘর থেকে চার জনকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। ঘটনাটি ঘটেছে দিল্লির দক্ষিণপুরী এলাকা থেকে। জানা গিয়েছে, বন্ধ ঘরের দরজা ভেঙে চার জনকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জ়িশান নামে এক যুবক ফোন করে জানান, তাঁর আত্মীয়দের ঘর বন্ধ। ডাকাডাকি করে বা ফোন করেও কোনও সাড়া পাওয়া যায়নি। পিসিআর-এ সেই তথ্য পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে পুলিশ দেখে একই ঘরে চার জন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। সকলেই পুরুষ। তাঁদেরকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এমসের ট্রমা কেয়ার সেন্টারে। চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। এক জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে খবর, মৃতেরা হলেন ইমরান ওরফে সলমন, মহসিন এবং এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সলমন এবং মহসিন সম্পর্কে দুই ভাই। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, শ্বাসরোধ বা কোনও গ্যাস লিক হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হবে না বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যে ঘর থেকে চার জনকে উদ্ধার করা হয়েছে, সেই ঘরে হাওয়া-বাতাস চলাচলের কোনও জায়গা ছিল না। দরজা-জানলা বন্ধ ছিল। শ্বাসরোধের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement