Russia Ukraine War

জ়েলেনস্কিকে রক্ষাকবচ দিতে তৈরি ট্রাম্প? ফোনে দুই নেতার কথাবার্তার পরেই রুশ ঘাঁটিতে পর পর বোমা ফেলল ইউক্রেন

রাশিয়ার ভরোনেজ় প্রদেশের সামরিক বিমানঘাঁটিতে শনিবার হামলা চালিয়েছে ইউক্রেন। পর পর বোমা ফেলা হয়েছে ঘাঁটি লক্ষ্য করে। তার আগেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন জ়েলেনস্কি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৬:৫৭
Share:

(বাঁ দিক থেকে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসডিন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষত আকাশে হামলা প্রতিহত করার প্রযুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে। এক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু যুদ্ধ থামানোর বিষয়ে ইতিবাচক কোনও সমাধান সেখান থেকে উঠে আসেনি। তার পরেই জ়েলেনস্কির সঙ্গেও ট্রাম্প কথা বললেন। তাৎপর্যপূর্ণ ভাবে, শুক্রবার (আমেরিকার সময়) এই আলোচনার পরেই শনিবার রাশিয়ায় নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। বোমা ফেলা হয়েছে রুশ বিমানঘাঁটি লক্ষ্য করে। ইউক্রেনের সেনা বিবৃতি দিয়ে এই হামলার কথা জানিয়েছে।

Advertisement

ইউক্রেন সেনার বিশেষ বাহিনী জানিয়েছে, রাশিয়ার ভরোনেজ় প্রদেশে বোরিসোগ্লেব্‌স্ক সামরিক বিমানঘাঁটিতে শনিবার হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটির গ্লাইড বম্বের গুদামে এবং একটি প্রশিক্ষণরত বিমানে বোমা পড়েছে। এ ছাড়াও আরও কয়েকটি বিমানে বোমা পড়েছে বলে দাবি ইউক্রেন সেনার। তবে সে সবের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বলা হয়েছে, রাশিয়ার এই বিমানঘাঁটিতেই রয়েছে এসইউ-৩৪, এসইউ-৩৫এস এবং এসইউ-৩০এসএম বিমান। যা ইউক্রেনে হামলা চালাতে ব্যবহার করা হয়। ইউক্রেনের হামলার পর ভরোনেজ়ের গভর্নর আলেকজ়ান্ডার গুসেভ জানান, ইউক্রেন থেকে ছোড়া ২৫টি ড্রোন রুশ বাহিনী ধ্বংস করেছে। হামলার কারণে কিছু এলাকায় সাময়িক ভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল। তবে বিমানঘাঁটি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতির বিষয়ে কথা তেমন এগোয়নি। ট্রাম্প জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে কথা বলে তিনি হতাশ। তার পরেই ইউক্রেনে বড়সড় হামলা চালায় রুশ বাহিনী। ৫০০-র বেশি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রাজধানী কিভ লক্ষ্য করে। শহরের অনেক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর মানুষ আশ্রয় নিয়েছিলেন ভুগর্ভস্থ স্টেশন বা বাঙ্কারে। এর পর শুক্রবার জ়েলেনস্কির সঙ্গে কথা বলেন ট্রাম্প। জ়েলেনস্কির দফতর থেকে একটি বিবৃতি দিয়ে এই কথোপকথনের কথা জানানো হয়েছে।

Advertisement

৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস ছিল। সেই উপলক্ষে ফোনে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ ছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে ইউক্রেনের সামর্থ্য নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে এ বিষয়ে সরাসরি যুগ্ম প্রকল্প চালু করা যায় কি না, বিশেষত ড্রোন প্রযুক্তিতে আমেরিকা কী ভাবে সাহায্য করতে পারে, তা নিয়ে কথা বলেছেন জ়েলেনস্কি। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে আগ্রহী ইউক্রেন। সে ক্ষেত্রে ট্রাম্প তাদের কোনও ‘রক্ষাকবচ’ দেবেন কি না, জল্পনা রয়েছে। এ ছাড়া, আমেরিকার সঙ্গে ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনীতি নিয়েও দুই রাষ্ট্রনেতার কথা হয়েছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন জ়েলেনস্কি। ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার মনে হয়, আমাদের খুব ভাল কথা হয়েছে।’’ যুদ্ধ কি থামবে? ট্রাম্পের জবাব, ‘‘আমি জানি না। সেটা হবে কি না, বলতে পারব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement