National News

দোতলা থেকে ঝাঁপ গণধর্ষণের শিকার মহিলার

ধর্ষকদের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিলেন ২৬ বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির পন্দভ নগর এলাকায়। ঘটনায় অভিযুক্ত পাঁচ ধর্ষককেই গ্রেফতার করেছে পন্দভ নগর থানার পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ২১:৫৮
Share:

প্রতীকী ছবি

ধর্ষকদের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিলেন ২৬ বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির পান্ডব নগর এলাকায়। ঘটনায় অভিযুক্ত পাঁচ ধর্ষককেই গ্রেফতার করেছে পান্ডব নগর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দিল্লির মুনিরকা এলাকায় দুই সন্তান নিয়ে একাই থাকেন বিবাহবিচ্ছন্না ওই নেপালি মহিলা। মাসখানেক আগে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল বেসরকারি কল সেন্টারে কর্মরত বিকাশ মেহরা। বিকাশ পান্ডব নগর এলাকার বাসিন্দা। ওই মহিলাকে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিকাশ। গত রবিবার রাতে বন্ধুর জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার নাম করে ওই মহিলাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসেন বিকাশ।

আরও পড়ুন: তিন সপ্তাহে একই স্কুলের ৬ ছাত্রীর রহস্য মৃত্যু!

Advertisement

পুলিশের কাছে ওই মহিলার অভিযোগ, ভুল বুঝিয়ে বিকাশ তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। ওই ফ্ল্যাটে গিয়ে তিনি দেখেন, লক্ষ্য ভল্লা, নবীন, প্রতীক ও স্বরিৎ নামে বিকাশের চার বন্ধুও সেখানে রয়েছে। সকলে মিলে জোর করে তাঁকে মাদক খেতে বাধ্য করে। এর পর ওই পাঁচজন মিলে সারা রাত ধরে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। সকাল সাড়ে ৫টা নাগাদ কোনও রকমে ঘরের বাইরে আসতে পারেন তিনি। এর পর দোতলার বারান্দা থেকে ঝাঁপ দেন।

মহিলাকে নীচে পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। পায়ে গুরুতর আঘাত নিয়ে এই মুহূর্তে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি ওই মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনায় অভিযুক্ত স্বরিত একটি বেসরকারি কোম্পানির ইঞ্জিনিয়র। বিকাশের বাকি তিন সঙ্গী নয়ডার একটি কল সেন্টারে কাজ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement