পুলিশ জানায়, অভিযুক্ত মহিলা জানান, তাঁর বয়স ৩৯ বছর। তিন কন্যার মা হয়েও পুত্র নেই বলে আক্ষেপ তাঁর। স্টেশনের বাইরে ওই শিশুটিকে দেখে তাঁর লোভ হয়েছিল।
Child Snatching

পুত্রলাভে মরিয়া তিন কন্যার মা, ফুটপাথ থেকে চার মাসের শিশু চুরি করে লুকিয়ে রাখেন ঘরে! গ্রেফতার

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:২৫
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

স্বামী এবং তিন সন্তান নিয়ে সংসার। কিন্তু সুখী নন গৃহিণী। পুত্রলাভের আশায় মরিয়া সেই যুবতী ফুটপাথ একটি চার মাসের শিশুকে চুরি করে বাড়িতে লুকিয়ে রাখেন বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

অভিযুক্ত যুবতীর নাম আরতি। গাজ়িয়াবাদে একটি আভিএফ সেন্টারে কাজ করেন তিনি। স্বামীও চাকুরে। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে ওল্ড দিল্লি রেলস্টেশন চত্বর থেকে একটি চার মাসের পুত্রসন্তান চুরির অভিযোগ পায় তারা। শিশুটির বাবা স্টেশন এলাকায় জ্যাকেট বিক্রি করেন। ফুটপাথেই তাঁদের সংসার।

চার সন্তানকে নিয়ে ফুটপাথের ‘বাড়িতে’ ছিলেন ২৭ বছরের মহিলা। তিনি বলেন, ‘‘কয়েক দিন আগে হঠাৎ করে এক মহিলা এসে নিজে থেকে আমাদের সঙ্গে পরিচয় করলেন। তার পর আমার ছেলেমেয়েকে কিছু খাওয়াতে চাইলেন। আমি না করিনি। এর পরেও কয়েক দিন আমাদের কাছ আসছিলেন। সোমবার উনি চলে যাওয়ার পরে দেখি আমার চার মাসের ছেলে নেই! ওই মহিলার খোঁজ করি। কোথাও পাইনি ওঁকে।’’

Advertisement

ঘটনাক্রমে থানায় যান ওই মহিলা। সঙ্গে নিয়ে যান স্বামীকে। পুলিশ সব শুনে অপহরণ অভিযোগে মামলা রুজু করে। পুত্রহারা মায়ের বয়ান শোনার পর অভিযুক্তের খোঁজ শুরু হয়। শেষমেশ তাঁকে পাওয়া যায় উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের বাড়িতে। পাওয়া যায় নিখোঁজ শিশুটিকেও।

পুলিশ জানায়, অভিযুক্ত মহিলা জানান, তাঁর বয়স ৩৯ বছর। তিন কন্যার মা হয়েও পুত্র নেই বলে আক্ষেপ তাঁর। স্টেশনের বাইরে ওই শিশুটিকে দেখে তাঁর লোভ হয়েছিল। বাচ্চাটিকে মানুষ করতে চেয়েছিলেন তিনি। শিশুচুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরতিকে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩৭ ধারায় মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement