IndiGo Flight Crisis

৬ শতাংশ বাড়িয়ে দেওয়া উড়ান-সংখ্যা ৫ শতাংশ কমিয়ে ‘শাস্তি’ দিল কেন্দ্র! ইন্ডিগো নিয়ে এ বার মুখ খুললেন প্রধানমন্ত্রী

গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগো-বিপর্যয়ে সরাসরি হস্তক্ষেপ করে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিপর্যয়ের কারণে এ বার আরও বিপাকে পড়ল ইন্ডিগো। বেসরকারি বিমানসংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল কেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোর বিমান পরিষেবায় কাটছাঁট করেছে। ইন্ডিগোর উড়ানসংখ্যা পাঁচ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

Advertisement

গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগো-বিপর্যয়ে সরাসরি হস্তক্ষেপ করে কেন্দ্র। দ্রুত পরিস্থিতি ঠিক করার নির্দেশ দেয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু স্পষ্ট জানান, এই অব্যবস্থার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর নির্দেশেই চার সদস্যের কমিটি ইন্ডিগো বিপর্যয়ের তদন্ত করছে। ইন্ডিগোকে শো কজ় নোটিস জারি করা হয়। সোমবার সেই নোটিসের জবাবও দেয় ইন্ডিগো।

বিমানমন্ত্রী নায়ডু সোমবারই আভাস দিয়েছিলেন ইন্ডিগোর পরিষেবা কাটছাঁটের বিষয়ে। তিনি জানিয়েছিলেন, ইন্ডিগোর শীতকালীন বিমানসূচি কমানো হবে। তাদের ‘স্লট’ অন্য বিমানসংস্থাকে দেওয়া হবে। তার পরেই মঙ্গলবার ডিজিসিএ ইন্ডিগোর পাঁচ শতাংশ পরিষেবা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ইন্ডিগোকে বুধবার বিকেল ৫টার মধ্যে নতুন সূচি প্রকাশের কথাও জানায় কেন্দ্র।

Advertisement

ইন্ডিগো বর্তমানে প্রতি দিন ২,২০০টি উড়ান পরিচালনা করে। তবে কেন্দ্রের নির্দেশে তার ৫ শতাংশ কমানো হবে। অর্থাৎ প্রতি দিন ১১৫টি উড়ান কমবে ইন্ডিগোর। অতীতে ইন্ডিগোকে ৬ শতাংশ উড়ান পরিষেবা বাড়ানোর সুযোগ দিয়েছিল কেন্দ্র।

অন্য দিকে, ইন্ডিগো বিপর্যয় নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র বৈঠকে তিনি সাংসদদের বলেন, ‘‘এমন কোনও আইন বা নিয়ম থাকা উচিত নয়, যা সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভাবে কষ্ট দেয়। এটি হওয়া উচিত নয়। আইন জনগণের উপর বোঝা হওয়া উচিত নয়, বরং আইন বা নিয়ম সব সময় তাদের সুবিধার জন্য হওয়া উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement