একের পর এক উড়ান বাতিল হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের ভিড়। — ফাইল চিত্র।
এক সপ্তাহে অসংখ্য উড়ান বাতিল! গত কয়েক দিন ধরে এ নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়েছে দেশের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো। মঙ্গলবার সকালেও বাতিল হয়েছে অন্তত ২০০টি উড়ান। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি প্রায় ১৪ হাজার পাইলট নিয়োগ করল ছ’টি বিমানসংস্থা। সোমবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মোহল।
বিপর্যয়ের অষ্টম দিনে, অর্থাৎ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২০০-রও বেশি উড়ান বাতিল হয়েছে ইন্ডিগোর। এর মধ্যে বেঙ্গালুরু বিমানবন্দরে ১২১টি, হায়দরাবাদে ৫৮টি, চেন্নাইতে ৪১টি, অহমদাবাদে ১৬টি এবং তিরুঅনন্তপুরমে ৪টি উড়ান বাতিল হয়েছে। সোমবার রাত পর্যন্ত যাত্রীদের ৪,৫০০ মালপত্র এবং টিকিটের ভাড়া-বাবদ ৮২৭ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। বাকি যাত্রীদের টাকাও শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে।
সোমবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে বিমান প্রতিমন্ত্রী মুরলীধর জানিয়েছেন, ইন্ডিগোর পরিণতি থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে দেশের ছ’টি প্রধান অভ্যন্তরীণ বিমানসংস্থা ১৩,৯৮৯ জন পাইলটকে নিয়োগ করেছে। বিমান প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যথাক্রমে ৬,৩৫০ এবং ১,৫৯২ জনকে নিয়োগ করা হয়েছে। ইন্ডিগোতেও নিয়োগ করা হয়েছে ৫,০৮৫ জনকে। এ ছাড়া, আকাশ এয়ারে ৪৬৬ জন এবং স্পাইসজেটে ৩৮৫ জন পাইলট নিয়োগ করা হয়েছে। সরকার পরিচালিত অ্যালায়েন্স এয়ারে নিয়োগ করা হয়েছে ১১১ জন পাইলটকে।
মুরলীধর আরও জানিয়েছেন, উড়ান প্রশিক্ষণ সংস্থাগুলি মাঝেমধ্যেই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিমানবহরকে উন্নততর করার চেষ্টা করছে। নভেম্বর পর্যন্ত ৬১টি নতুন প্রশিক্ষণ বিমান ওড়ানোয় সিলমোহর দিয়েছে ডিজিসিএ। শুধু তা-ই নয়, চলতি বছরে দু’টি নতুন উড়ান প্রশিক্ষণ কেন্দ্রে অনুমোদন দিয়েছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। এই মুহূর্তে ভারতে ৪০টি উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের মোট ৬২টি ঘাঁটি রয়েছে।