Air India

Air India: বৈধ টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়াকে ১০ লাখ টাকা জরিমানা

বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লি থেকে এমন বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে ডিজিসিএ। তার পরই এই কঠোর পদক্ষেপ করল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৬:১৩
Share:

ফাইল চিত্র।

বৈধ টিকিট ছিল, তার পরেও বিমানে যাত্রীদের উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। আর সে কারণেই বিমান সংস্থাকে ১০ লাখ টাকা জরিমানা করল বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। একইসঙ্গে তারা এয়ার ইন্ডিয়াকে পরামর্শ দিয়েছে, আগামী দিনে এই সমস্যার পুনরাবৃত্তি যেন না হয়। যদি পুনরাবৃত্তি হয় তা হলে সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Advertisement

বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লি থেকে এমন বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে ডিজিসিএ। তার পরই এই কঠোর পদক্ষেপ করল তারা। শুধু এয়ার ইন্ডিয়াই নয়, আরও কয়েকটি বিমান সংস্থার বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে।

ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া নিয়ম লঙ্ঘন করেছে। তাদের শোকজ নোটিস পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

এ মাসের গোড়াতেই বিমান ওঠানামার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল ভিস্তারার বিরুদ্ধে। সেই সংস্থাকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। বিশেষ চাহিদাসম্পন্ন এক যাত্রীকে বিমানে উঠতে দিতে অস্বীকার করায় ইন্ডিগো এয়ারলাইন্সকেও পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছিল সরকার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন