ধর্মগুরুর পরামর্শে টানা ৬৮ দিন উপবাসে থাকার পর মারা গেল বছর তেরোর এক জৈন কিশোরী। হায়দরাবাদ শহরে গত সপ্তাহের ঘটনা। বাবার ডুবতে বসা অলঙ্কার ব্যবসা বাঁচাতেই চেন্নাইয়ে ওই ধর্মগুরুর দ্বারস্থ হয়েছিল আরাধনার পরিবার। ঘটনায় পুলিশি তদন্তের দাবি তুলেছে দেশের বেশ কয়েকটি শিশু অধিকার রক্ষা সংগঠন। যদিও পরিবারের দাবি, আগে টানা ৪১ দিন অনশন করেও দিব্যি বেঁচে ছিল আরাধনা।