US Tariff War

মরিয়া ট্রাম্প! ভারত ও চিনের উপর এ বার শুল্ক বসাতে চাপ জি৭-এর বাকি ছয় সদস্যকে, রাশিয়ার তেলই গোসার কারণ

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া ট্রাম্প এ বার ভারত এবং চিনের উপর শুল্ক চাপানোর জন্য অন্যান্য দেশকেও অনুরোধ করছেন! ‘ফিনান্সিয়াল টাইম্‌স’-এর প্রতিবেদন অনুসারে, জি৭ গোষ্ঠীর দেশগুলির উপর এই বিষয়ে চাপ বৃদ্ধি করছে আমেরিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প এ বার ভারত এবং চিনের উপর শুল্ক চাপানোর জন্য অন্যান্য দেশকেও অনুরোধ করছেন! ‘ফিনান্সিয়াল টাইম্‌স’-এর প্রতিবেদন অনুসারে, জি৭ গোষ্ঠীর দেশগুলির উপর এই বিষয়ে চাপ বৃদ্ধি করছে আমেরিকা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা মনে করছে, রাশিয়ার উপর আরও অর্থনৈতিক চাপ বৃদ্ধি করলে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় বসতে রাজি হবে মস্কো।

Advertisement

আমেরিকা ছাড়়া জি৭-এর অন্য সদস্য রাষ্ট্রগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং ব্রিটেন। ‘ফিনান্সিয়াল টাইম্‌স’-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এই দেশগুলির অর্থমন্ত্রীরা ভার্চুয়াল মাধ্যমে ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে আলোচনায় বসবেন। প্রতিবেদনে মার্কিন অর্থ দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, আমেরিকা মনে করে, রাশিয়া থেকে তেল আমদানি করে চিন এবং ভারত যুদ্ধে মস্কোকে সহায়তা করছে। আর এই কারণে ইউক্রেনের নিরীহ মানুষদের মৃত্যু হচ্ছে। তাই রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন চায় সব দেশই এগিয়ে আসুক। সেই সূত্রেই ভারত এবং চিনের উপর শুল্ক চাপাতে জি৭ গোষ্ঠীর দেশগুলিকে অনুরোধ করেছে ট্রাম্প প্রশাসন।

রাশিয়া থেকে অশোধিত তেল আমদানির জন্য ভারতের অধিকাংশ পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। চিন রাশিয়া থেকে ভারতের তুলনায় বেশি তেল আমদানি করলেও বেজিঙের উপর এখনও আমেরিকার শুল্ক-কোপ পড়েনি। তবে ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে, আমেরিকা এই বিষয়ে আরও বিধিনিষেধের পথে হাঁটবে। প্রসঙ্গত, ওয়াশিংটন মনে করে, বিভিন্ন দেশকে তেল বিক্রি করে সেই টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তাই রাশিয়াকে ‘ভাতে মারার’ কৌশল নিয়েছে আমেরিকা।

Advertisement

প্রসঙ্গত, এর আগে ইউরোপীয় ইউনিয়ন-কেও (ইইউ) ভারত এবং চিনের উপর শুল্ক চাপানোর অনুরোধ করেছিল আমেরিকা। তবে কার্যত সেই অনুরোধ উপেক্ষা করেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইইউ-র প্রতিনিধিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement