National News

গাধা কঠোর পরিশ্রমী, আমি অনুপ্রাণিত হই: মোদীর পাল্টা খোঁচা অখিলেশকে

‘গাধা’ কটাক্ষ নিয়ে অখিলেশ যাদবের দিকে পাল্টা তির ছুড়লেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বাহরাইচের জনসভা থেকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, ‘‘গাধা কঠোর পরিশ্রমী, তাই গাধাদের দেখেও আমি অনুপ্রাণিত হই এবং তার জন্য আমি গর্বিত।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৩৮
Share:

বাহরাআইচের এই সভা থেকেই অখিলেশকে জবাব দিয়েছেন মোদী। ছবি: পিটিআই।

‘গাধা’ কটাক্ষ নিয়ে অখিলেশ যাদবের দিকে পাল্টা তির ছুড়লেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বাহরাইচের জনসভা থেকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, ‘‘গাধা কঠোর পরিশ্রমী, তাই গাধাদের দেখেও আমি অনুপ্রাণিত হই এবং তার জন্য আমি গর্বিত।’’ রায়বরেলীর জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নাম না করে ‘গাধা’ কটাক্ষ ছুড়েছিলেন নিজের প্রতিপক্ষের দিকে। প্রধানমন্ত্রী এ দিন তারই জবাব দিলেন।

Advertisement

কটাক্ষ করার সময় কারও নাম করেননি অখিলেশ। কিন্তু তির যে নিশানাতেই লেগেছে, বুঝিয়ে দিল মোদীর জবাব। —ফাইল চিত্র।

গুজরাত সরকারের পর্যটন দফতর টেলিভিশনে যে বিজ্ঞাপন দেয়, তার একাংশে গাধার ছবিও দেখা যায়। গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অমিতাভ বচ্চনও এই বিজ্ঞাপনের অংশ। অখিলেশ যাদব সেই প্রসঙ্গ টেনে এনে সম্প্রতি রায়বরেলীর জনসভা থেকে নরেন্দ্র মোদীর দিকে কটাক্ষ ছোড়েন। তিনি অমিতাভেরও নাম করেননি। মোদীর নামও নেননি। অখিলেশ বলেছিলেন, ‘‘একটা গাধাদের বিজ্ঞাপন দেখা যায়। এই শতাব্দীর সবচেয়ে বড় মহানায়ককে আমি বলব যে গুজরাতের গাধাদের প্রচার আপনি আর করবেন না।’’

Advertisement

আরও পড়ুন: গ্রামীণ ওড়িশায় পদ্মের বিপুল উত্থান, নবীনের ঘাড়ে নিশ্বাস বিজেপির

নরেন্দ্র মোদী এ দিন বাহরাইচ থেকে অখিলেশের সেই মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘অখিলেশজি গাধাদেরও ছাড়ছেন না।’’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘আমি কোনও ছুটি না নিয়ে কাজ করি। গাধাদের দেখে আমি অনুপ্রাণিত হই এবং তার জন্য আমি গর্বিত।’’ এর পরই অখিলেশের কর্মক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীর খোঁচা, ‘‘আপনি তো গাধাদের ভয়ই পান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন