National News

বিজেপি কর্মীদের ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ নয়: রাহুল

কর্নাটক সফরে গিয়ে কংগ্রেসকর্মী, সমর্থকদের এই পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৭:০৯
Share:

কর্নাটকে রাহুল গাঁধী। রবিবার।

বিজেপি, আরএসএসের কর্মী সমর্থকদের গায়ে দুম করে ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বা ‘জঙ্গি’ তকমা লাগিয়ে দেবেন না।

Advertisement

কর্নাটক সফরে গিয়ে কংগ্রেসকর্মী, সমর্থকদের এই পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী

দিনকয়েক আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া আরএসএস কর্মীদের ‘জঙ্গি’ বলেছিলেন।

Advertisement

কর্নাটকে বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। শনিবার প্রদেশ কংগ্রেসের শীর্ষ স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি। সেখানেই রাহুল প্রদেশ নেতৃত্বকে বলেন, ভোটের প্রচারে তাঁরা যেন ঘুণাক্ষরেও বিজেপি, আরএসএস কর্মী, সমর্থকদের গায়ে দুম করে ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বা ‘জঙ্গি’র তকমা না লাগিয়ে দেন।

আরও পড়ুন- আইকনিক ‘বেয়ার হাগ’-এ ইজরায়েলি প্রধানমন্ত্রীকে অভিনন্দন মোদীর​

আরও পড়ুন- ভারতে পরমাণু হামলার হুমকি পাক বিদেশমন্ত্রীর​

কর্নাটক প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মধু গৌড় ইয়াশকি বলেছেন, ‘‘আমরা যেন, কথাবার্তায়, বিবৃতি, ভাষণে কখনও বিজেপি, আরএসএস কর্মী, সমর্থকদের ‘জঙ্গি’ বা ‘হিন্দু সন্ত্রাসবাদী’ না বলি। ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতেও যেন আমরা ওই শব্দগুলি না ব্যবহার করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement