ধর্ষণের অভিযোগ ঘিরে ভারত-সৌদি সম্পর্কে টানাপড়েন, আসরে ডোভাল

সম্পর্কে আঁচ পড়তে পারে। পরিস্থিতি সামলাতে তাই এ বার আসরে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে নয়াদিল্লি-রিয়াধ সম্পর্ক ঠিক রাখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৯
Share:

অজিত ডোভাল।

সম্পর্কে আঁচ পড়তে পারে। পরিস্থিতি সামলাতে তাই এ বার আসরে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সৌদি কূটনীতিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে নয়াদিল্লি-রিয়াধ সম্পর্ক ঠিক রাখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Advertisement

রিয়াধের অভিযোগ, প্রথা ভেঙে গুড়গাঁও পুলিশ সৌদি কূটনীতিকের বাসভবনে জোর করে ঢুকেছে। অন্য দিকে, দুই নেপালি মহিলার অভিযোগের উপযুক্ত তদন্ত ও সুবিচার দাবি করেছে কাঠমান্ডু। টানাপড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে, আশঙ্কা করা হচ্ছে ভারত-সৌদি সম্পর্কের উপর এর আঁচ পড়তে পারে। ২০০৬-এ সৌদি রাজা আবদুল্লার ভারত সফরের পর থেকেই দু’দেশের সম্পর্ক নতুন খাতে বইছে। সৌদি আরব এখন ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী। সন্ত্রাস মোকাবিলার ক্ষেত্রেও রিয়াধ নয়াদিল্লির অন্যতম প্রধান সহযোদ্ধা। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা বিষয়টি সামলানোর দায়িত্ব নিয়েছেন ডোভাল নিজেই। দু’দেশই রফাসূত্রে পৌঁছনোর চেষ্টা করবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। গুড়গাঁও পুলিশের বদলে তদন্ত ভার দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।

দুই নেপালি মহিলাকে নিজের বাসভবনে আটকে রেখে ধর্ষণ ও অত্যাচারের অভিযোগ ওঠে ভারতে নিযুক্ত এক সৌদি কূটনীতিকের বিরুদ্ধে। সৌদি আরবের দাবি, ধর্ষণের ঘটনাই ঘটেনি। কিন্তু, অভিযোগকারী দুই নেপালি মহিলার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এবং গুড়গাঁও পুলিশের তদন্তে যা উঠে এসেছে তাতে সৌদি বিদেশ মন্ত্রকের কোনও বক্তব্যই ধোপে টিকছে না। মান বাঁচাতে রিয়াধ কূটনৈতিক রক্ষাকবচের প্রশ্নও তুলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন