Special Intensive Revision

বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষেরও বেশি নাম বাদ, কোন জেলায় কত, জানাল কমিশন

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় সাত কোটি ৯০ লক্ষ নাম ছিল। এসআইআর পর্বের পরে তা কমে সাত কোটি ২৪ লক্ষে নেমে এসেছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২২:৪৮
Share:

—প্রতীকী চিত্র।

বিহারের সংশোধিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। শুক্রবার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)-র ‘ফল’ প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকায় মৃত, স্থানান্তরিত এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

Advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় সাত কোটি ৯০ লক্ষ নাম ছিল। এসআইআর পর্বের পরে তা কমে সাত কোটি ২৪ লক্ষে নেমে এসেছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য জানাচ্ছে রাজধানী পটনায় বাদ পড়া ভোটারের সংখ্যা সর্বোচ্চ— ৩ লক্ষ ৯৫ হাজার। এ ছাড়া মধুবনীতে ৩ লক্ষ ৫২ হাজার, পূর্ব চম্পারণে ৩ লক্ষ ১৬ হাজার এবং গোপালগঞ্জ জেলায় ৩ লক্ষ ১০ লক্ষ নাম বাদ পড়েছে।

নির্বাচন কমিশনের তরফে আগেই ১ অগস্ট খসড়া তালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল। সেই মতো শুক্রবার বিহারের ৩৮টি জেলার ২৪৩টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, রাজ্যের ৯০৮১৭টি বুথের পরিসংখ্যান রয়েছে ওই তালিকায়। প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জেলাশাসকেরা খসড়াটি তুলে দিয়েছেন। সর্বসাধারণের জন্য ওই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় দুপুর ৩টে নাগাদ। কমিশনের হিসেব বলছে, বাদ পড়া নামের মধ্যে ২২ লক্ষ ৩৪ হাজার ‘মৃত’, ৩৬ লক্ষ ২৮ হাজার ‘স্থায়ী ভাবে বিহারের বাইরে স্থানান্তরিত’ এবং ৭ লক্ষ ১ হাজার ‘একাধিক ঠিকানায় নথিভুক্ত’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement