Drone in outside of Matoshree

‘মাতোশ্রী’-র বাইরে ড্রোন! নজরদারি চালানোর অভিযোগ উদ্ধব গোষ্ঠীর, কী ব্যাখ্যা দিল পুলিশ?

উদ্ধবের বাসভবনের বাইরে এ ভাবে ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে শিবসেনা। দলীয় নেতা আম্বাদাস দানভের দাবি, গুরুতর নিরাপত্তা লঙ্ঘন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৩
Share:

শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে। — ফাইল চিত্র।

শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীর বাইরে ড্রোন ঘোরাফেরার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়াল মুম্বইয়ে। অভিযোগ, উচ্চনিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকা ‘মাতোশ্রী’-র কাছে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। শুধু তা-ই নয়, ওই এলাকা ড্রোন মুক্ত। তার পরে কী ভাবে ওখানে ড্রোন ওড়ানো হল, তা নিয়েও প্রশ্ন তুলছে উদ্ধবের শিবসেনা শিবির।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মাতোশ্রীর বাইরে যখন ড্রোন ওড়ার ঘটনা ঘটে তখন বাড়িতে ছিলেন না উদ্ধব। তবে তাঁর ছেলে আদিত্য ঠাকরের অভিযোগ, ড্রোন উড়িয়ে মাতোশ্রীর ভিতরে নজরদারি চালানো হচ্ছিল। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই সেটি উড়ে অন্যত্র চলে যায়।

উদ্ধবের বাসভবনের বাইরে এ ভাবে ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে শিবসেনা। দলীয় নেতা আম্বাদাস দানভের দাবি, গুরুতর নিরাপত্তা লঙ্ঘন! যদিও মুম্বই পুলিশ পরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয়। পুলিশের দাবি, ওই ড্রোনটি মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ)-এর। বিকেসি-খেরওয়াড়ি এলাকায় একটি প্রকল্পের জরিপের কাজের জন্যই ব্যবহার করা হয়েছিল ড্রোনটি। ৮ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে এই জরিপের কাজের জন্য ওই এলাকায় ড্রোন ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল।

Advertisement

তবে আদিত্যের প্রশ্ন, যদি এই জরিপ আগে থেকেই ঠিক থাকে, তবে কেন তা স্থানীয়দের জানানো হয়নি? যদিও শিবসেনার শিন্দে গোষ্ঠীর দাবি, এই সামান্য ঘটনা নিয়ে অযথা ‘নাটক’ করা হচ্ছে। তাঁদের দাবি, এমএমআরডিএ-র কাছে পুলিশের যথাযথ অনুমতি ছিল। তাই তারা জরিপের কাজ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement