Dussehra

দশেরার সকালেই রাবণ-দহন ভোপালে, কুশপুতুলে আগুন ধরিয়ে চম্পট মত্ত যুবকদের

দশেরা তথা দশমীর দিনে রাবণের কুশপুতলি তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় পোড়ানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৪২
Share:

ভোপালে দশমীর সকালে পুড়ছে রাবণ। ছবি: সংগৃহীত।

দশেরার আগেই রাবণের কুশপুতুল পুড়ে গেল মধ্যপ্রদেশের ভোপালে। নেপথ্যে একদল মত্ত যুবক। বৃহস্পতিবার সকালে রাবণের কুশপুতুলে আগুন ধরিয়ে পালিয়ে যান তাঁরা। তার পরেই মাথায় হাত স্থানীয়দের। কারণ, এক বেলার মধ্যে রাবণের কুশপুতুল তৈরি করা প্রায় অসম্ভব। অভিযুক্তদের খোঁজ চলছে। যদিও কেউ এখনও ধরা পড়েনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ উদ্যোক্তারা রাবণ দহনের জায়গায় গিয়ে দেখেন, দাউ দাউ করে জ্বলছে কুশপুতুল। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, কয়েক জন লাল গাড়িতে চেপে এসেছিলেন। তাঁরা রাবণের কুশপুতুলে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যে গাড়িতে চেপে অভিযুক্তেরা এসেছিলেন, তার নম্বর প্লেটে কিছু লেখা ছিল না। দলে ছিলেন কয়েক জন মহিলা। অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন, ধূমপানও করছিলেন। কুশপুতুলে আগুন ধরানোর পরে তাঁরা পালিয়ে যান বলে অভিযোগ।

Advertisement

প্রসঙ্গত, দশেরা তথা দশমীর দিনে রাবণের কুশপুতলি তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় পোড়ানো হয়। অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির জয় হিসাবে চিহ্নিত করা হয় এই দহনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement