Assam Earthquake

আবার ভূমিকম্প! গভীর রাতে কেঁপে উঠল অসম, রিখটার স্কেলে মাত্রা ৫

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৬
Share:

— প্রতীকী চিত্র।

আবার ভূমিকম্প। এ বার কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

Advertisement

জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছিল। কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গের পড়শি দেশ বাংলাদেশও। এর উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।

Advertisement

গত সপ্তাহে তিন ঘণ্টারও কম সময়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি, বিহার, ওড়িশা ও সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। দিল্লি ও বিহারে কম্পনের মাত্রা ছিল ৪। তবে ওড়িশার পুরীর ভূমিকম্পের তীব্রতার মান ছিল ৪.৭, সিকিমের লাচুঙে তীব্রতা ছিল ২.৩। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে দু’বার কেঁপে উঠল অসম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement