Earthquake in Delhi-NCR

আবার দিল্লিতে ভূমিকম্প! কেঁপে উঠল রাজধানী ও আশপাশের এলাকা, চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার

আবার দিল্লিতে ভূমিকম্প। কেঁপে উঠল রাজধানী এবং আশপাশের এলাকা। চলতি সপ্তাহে এই দ্বিতীয় বার ভূমিকম্প হল দিল্লিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ২০:০৪
Share:

—ফাইল চিত্র।

আবার দিল্লিতে ভূমিকম্প। কেঁপে উঠল রাজধানী এবং আশপাশের এলাকা। চলতি সপ্তাহে এই দ্বিতীয় বার ভূমিকম্প হল দিল্লিতে।

Advertisement

জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শুক্রবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। সন্ধ্যা ৭টা বেজে ৪৯ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূকম্পের উৎসস্থল দিল্লি থেকে খুব দূরে না হওয়ায় তীব্রতা কম হলেও কম্পন বেশ ভালই অনুভূত হয়েছে রাজধানীতে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারও কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। সে বারও কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement