—প্রতীকী চিত্র।
ভোটার তালিকা তৈরির প্রতিটি পর্যায়েই রাজনৈতিক দলগুলি যুক্ত থাকে। তার পরেও তারা সময়মতো বলত না কোথায় ভুলভ্রান্তি রয়েছে। বিহারে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে বিতর্কের আবহে শনিবার এ কথা বলল নির্বাচন কমিশন।
বিহারে ভোটারদের নাম বাদ পড়া নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আগের শুনানিতে শীর্ষ আদালত কমিশনকে বলেছে, বিহারে ভোটার তালিকার সংশোধনে যে ৬৫ লাখ ভোটারের নাম বাতিল হয়েছে, তাঁদের নাম প্রকাশ করতে বলা হয়েছে। সেই রবিবার সাংবাদিক বৈঠক করার কথা কমিশনের। তার শনিবার কমিশনের বক্তব্য, সঠিক সময়ে ভোটার তালিকা ভাল করে খতিয়ে দেখত না বিভিন্ন রাজনৈতিক দল এবং বুথ পর্যায়ের আধিকারিকেরা। সঠিক সময়ে কোনও রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলত না।
বিহারে এই মুহূর্তে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে রাজনীতি সরগরম। এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বলা ভাল, আপাতত জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াকে ঘিরেই। বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ ভাবে কমিশনের ভূমিকা, এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে সরব। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে বিরোধীদের তরফে।