Satyendar Jain

৭ কোটি ৪৪ লক্ষ টাকার ‘বেনামি সম্পত্তি’ বাজেয়াপ্ত করল ইডি, নিশানায় আপ নেতা সত্যেন্দ্র

২০১৭ সালে সত্যেন্দ্রর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিল সিবিআই। ২০২২ সালের মে মাসে হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগে ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০০
Share:

দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। —ফাইল চিত্র।

দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেতা সত্যেন্দ্র জৈনের ৭ কোটি ৪৪ লক্ষ টাকার ‘বেনামি সম্পত্তি’ বাজেয়াপ্ত করার দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থাটির তরফে মঙ্গলবার জানানো হয়েছে, আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনে গত ১৫ সেপ্টেম্বর বাজেয়াপ্ত করা হয়েছে সত্যেন্দ্রের ‘বেনামি সম্পত্তি’।

Advertisement

২০১৭ সালে সত্যেন্দ্রর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিল সিবিআই। ২০২২ সালের মে মাসে হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগে ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্র। অভিযোগ, বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি। যদিও সত্যেন্দ্র তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ মানেননি। জেলে যাওয়ার পর থেকে বার বার সত্যেন্দ্র দাবি করেছেন, তিনি অসুস্থ।

২০২৩ সালে তিহাড় জেলের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাতও পেয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে কয়েক বার সাময়িক মুক্তির পরে শেষ পর্যন্ত গত অক্টোবরে স্থায়ী জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার ইডি জানিয়েছে, কাগজেকলমে বাজেয়াপ্ত করা সম্পত্তির মালিক সত্যেন্দ্রর ঘনিষ্ঠ অঙ্কুশ জৈন এবং বৈভব জৈন। কিন্তু তার আসল মালিক আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের ঘনিষ্ঠ সত্যেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement