অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলার তদন্তে সক্রিয় ইডি। —প্রতীকী চিত্র।
অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় এ বার দুই তথ্যপ্রযুক্তি সংস্থা ‘গুগল’ এবং ‘মেটা’-কে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মামলার তদন্তে দুই সংস্থার আধিকারিকদের থেকে তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণে দুই সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। আগামী ২১ জুলাই দুই সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ইডির দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় অনেক দিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। বেশ কয়েক জন তারকা এবং সমাজমাধ্যম প্রভাবীও তদন্তকারীদের নজরে রয়েছেন। বেআইনি জুয়া খেলার ওই অ্যাপগুলির প্রচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এ বার ওই মামলার তদন্তকে আরও বিস্তৃত করতে চাইছেন ইডির আধিকারিকেরা। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, আর্থিক তছরুপে জড়িত অ্যাপগুলিকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য এই দুই সংস্থারও ভূমিকার দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই অনলাইন বেটিং অ্যাপগুলির বিজ্ঞাপন দেখা গিয়েছে দুই প্রযুক্তি সংস্থাতেই। এই সংক্রান্ত ওয়েবসাইটগুলিকেও দেখা গিয়েছে সেখানে। এর ফলে অনলাইনে বেআইনি বেটিং অ্যাপগুলির অবৈধ কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ।
বস্তুত, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় গত সপ্তাহেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় রয়েছেন বেশ কয়েক জন অভিনেতা এবং সমাজমাধ্যম প্রভাবী। ওই অ্যাপগুলির প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ। এ বার ওই মামলায় দুই প্রযুক্তি সংস্থা ‘গুগল’ এবং ‘মেটা’কেও তলব করল তারা।