ED Raid

বিদেশে ৮০ কোটি টাকার সম্পত্তির খোঁজ, রয়েছে হেলিকপ্টার, ভিলাও! ইডির হানায় বিপাকে দিল্লির দম্পতি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সন্দেহ, ওই ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে বিদেশে অর্থপাচার করতেন। দিল্লি এবং হিমাচল প্রদেশে তাঁর সঙ্গে সম্পর্কিত ছ’টি জায়গায় হানা দিয়ে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত হয়েছে ১৪,৭০০ ডলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯
Share:

(বাঁ দিকে) দিল্লির ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে মিলল বিদেশে সম্পত্তির খোঁজ। সংস্থার নামে মিলেছে হেলিকপ্টারও (ডান দিকে)। —ফাইল চিত্র।

দিল্লির এক ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের বিদেশে ৮০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা। এর মধ্যে রয়েছে তাইল্যান্ডের এক বিলাসবহুল বাড়ি (ভিলা)। এ ছাড়া রয়েছে একটি হেলিকপ্টারও। গত শুক্র এবং শনিবার হিমাচল প্রদেশ এবং দিল্লির ছ’টি জায়গায় এক যোগে হানা দেন তদন্তকারীরা। ওই অভিযানেই মনবিন্দর সিংহ, তাঁর স্ত্রী সাগরী সিংহ এবং অন্য সহযোগীদের এই সম্পত্তির খোঁজ মেলে। ইডি সূত্রের দাবি, বেনামে বিদেশে এই সম্পত্তি গড়ে তোলা হয়েছিল।

Advertisement

ইডির তদন্তে উঠে আসে, ওই দম্পতি বেনামি কিছু চুক্তির মাধ্যমে বিদেশে বেশ কিছু সংস্থা তৈরি করেছিলেন। সিঙ্গাপুর এবং দুবাইতেও তাঁরা বেনামে সংস্থা খুলেছেন বলে অভিযোগ। হেলিকপ্টারটি কেনা হয়েছিল দুবাইয়ের ওই সংস্থার নামেই, যার মূল্য আনুমানিক সাত কোটি টাকা। ই়ডি সূত্রের দাবি, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মনবিন্দর দুবাইয়ের বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় ৩৮ কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছিলেন। এ ছাড়া তাইল্যান্ডে তাঁর যে ভিলার খোঁজ মিলেছে, সেটিরও আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সন্দেহ, ওই ব্যবসায়ী হাওয়ালার মাধ্যমে বিদেশে অর্থপাচার করতেন। দিল্লি এবং হিমাচল প্রদেশে তাঁর সঙ্গে সম্পর্কিত ছ’টি জায়গায় হানা দিয়ে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত হয়েছে ১৪,৭০০ ডলার। এ ছাড়া বেশ কিছু পুরনো ৫০০ টাকার নোটও পাওয়া গিয়েছে। পাশাপাশি অভিযুক্তের তিনটি লকার, ব্যাঙ্কের পাসবই-সহ বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement